এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজেদের দাবী নিয়ে তৃণমূল এবার রাষ্ট্রপতির দরবারে, বিতর্ক বেড়েই চলেছে

নিজেদের দাবী নিয়ে তৃণমূল এবার রাষ্ট্রপতির দরবারে, বিতর্ক বেড়েই চলেছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের পক্ষ থেকে এতদিন পর্যন্ত রাজ্যপালের অপসারণ নিয়েই দাবি জানানো হচ্ছিল। কিন্তু এবার সেই তালিকায় যোগ হয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতার নাম। আর এবার তৃণমূল এই তালিকা নিয়ে সরাসরি হাজির হতে চলেছে রাষ্ট্রপতির দরবারে। কার্যত সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের পক্ষ থেকে পেশাদার আইনজীবী রূপে লড়াইতে নামেন। নারদা কান্ডে সিবিআই-এর হয়ে সওয়াল করতে দেখা গেছে এই তুষার মেহতাকেই। কিন্তু গত দুদিন যাবত শুরু হয়েছে একটি নতুন বিতর্ক।

সম্প্রতি তুষার মেহতার সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এখানেই আপত্তি তৃণমূলের। কারণ, যেমন সিবিআইয়ের নারদ মামলার কৌঁশলী তুষার মেহতা, ঠিক সেভাবেই নারদ মামলার অন্যতম অভিযুক্ত হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এই দুজনের সাক্ষাৎ নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের অভিযোগ, নারদা মামলায় প্রভাব খাটানোর উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও শুভেন্দু কিংবা তুষার মেহতা দুজনেই এই বৈঠকের কথা অস্বীকার করেছেন। আর এবার তৃণমূল একদিকে রাজ্যপাল অন্যদিকে তুষার মেহতার অপসারণের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কিছুদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে হাওয়ালা জৈন কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তাই নিয়েও রাজ্যপালের সঙ্গে তৃণমূলের ব্যাপক চাপানউতোর তৈরি হয়।

এই পরিস্থিতিতে ভুয়ো ভ্যাকসিন কান্ডের পান্ডা দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীকে রাজভবনে দেখা যায় বলে ছবি প্রকাশ করে তৃণমূল। জগদীপ ধনকরের প্রতিও তাই এবার স্বচ্ছতার দাবি তুলে আগামী সপ্তাহে তৃণমূলের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে যেতে চলেছেন বলে সূত্রের খবর। সব মিলিয়ে মনে করা হচ্ছে, আগামী দিনে রাজ্যে নতুন বিতর্কের সূত্রপাত হতে চলেছে। এক্ষেত্রে রাজ্যপালের অপসারণ এবং সিবিআই কৌঁশলীর অপসারণ নিয়ে যেভাবে তৃণমূল উঠে পড়ে লেগেছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!