এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > নিজেদের ডিউটি করেই হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভে নার্সরা! ঘুম উড়েছে স্বাস্থ্য দপ্তরের!

নিজেদের ডিউটি করেই হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভে নার্সরা! ঘুম উড়েছে স্বাস্থ্য দপ্তরের!


ফের বিক্ষোভে এবার উত্তাল হল জঙ্গিপুর হাসপাতাল চত্বর। দীর্ঘদিন ধরে রাজ্য স্বাস্থ্য দপ্তরে পর্যাপ্ত নার্স নেওয়া হয়নি। যে কারণে জঙ্গিপুর হাসপাতালে 28 জন নার্স বদলির অর্ডার পাওয়া সত্বেও তাঁরা অন্য জায়গায় বদলি হতে পারছেন না। তাঁদেরকে রিলিজ অর্ডার দেওয়া হচ্ছেনা হাসপাতাল থেকে। যে কারণে এবার জঙ্গিপুর হাসপাতালে বদলির নির্দেশপ্রাপ্ত 28 জন নার্সিং কর্মী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তবে তাঁরা নিজেদের ডিউটি সম্পূর্ণ করেই এই অবস্থান বিক্ষোভ করছেন বলে জানা গিয়েছে।

গত তিন দিন ধরে এই অবস্থান বিক্ষোভ চলছে জঙ্গীপুর হাসপাতাল চত্ত্বরে। শুক্রবার অবস্থানকারী নার্সিং কর্মীরা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না তাঁরা রিলিজ অর্ডার হাতে পাবেন, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান-বিক্ষোভ চলবে। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের মতে, পর্যাপ্ত নার্স হাসপাতালে নেই। তার ওপর যদি নতুন নার্স না আসা সত্ত্বেও পুরনোদের ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে হাসপাতালের ওয়ার্ডগুলি স্তব্ধ হয়ে যাবে। তাই পর্যাপ্ত সংখ্যায় নার্সিং কর্মী হাসপাতালে না এলে রিলিজ অর্ডার দেওয়া সম্ভব নয়।

ইতিমধ্যেই সমস্ত ঘটনার বিবরণ দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য ভবনে। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর হাসপাতাল ভবনের মধ্যে নার্সিং কর্মীদের এই অবস্থান বিক্ষোভের কারণে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা যাচ্ছে। যদিও খবর, 28 জন নার্সিং কর্মী তাঁদের কর্তব্য পালন করেই এই অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন। আর সে কারণেই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা যাচ্ছে না। অন্যদিকে রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, হাসপাতাল স্বাভাবিক থাকলেও নার্সিং কর্মীদের এই অবস্থান-বিক্ষোভ ভবিষ্যতে হাসপাতালের জন্য খারাপ প্রভাব ফেলবে।

আর তার জন্য এবার কড়া পদক্ষেপ গ্রহণের পথে জেলা স্বাস্থ্য দপ্তর বলে জানা গেছে। স্বাস্থ্য দপ্তরের কথায়,হাসপাতালে সরকারি ভবনে বসে এই অবস্থান-বিক্ষোভ চালানো যায়না। তাই সেখান থেকে অবস্থানরত নার্সদের এবার সরিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। অন্যদিকে হাসপাতাল সুপার সায়ন দাস এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাসপাতালে নার্সিং কর্মীর পরিস্থিতি জানিয়ে অবস্থান মঞ্চে গিয়ে আন্দোলন তুলে নেওয়ার জন্য বিক্ষোভকারী নার্সিং কর্মীদের বলা হয়, কিন্তু তাঁরা অবস্থান তোলেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে হাসপাতাল সুপার আরো জানান, আন্দোলনকারীরা ভালো মতনই জানেন হাসপাতালে 72 জন নার্সিং কর্মীর ঘাটতি রয়েছে। এই অবস্থায় নতুন করে রিলিজ অর্ডার দেওয়া সম্ভব নয়। অন্যদিকে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারলেও জেলা স্বাস্থ্য দপ্তর থেকে তাঁদের বিরুদ্ধে শোকজের নোটিশ জারি করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রসঙ্গত দীর্ঘ এক বছর ধরে জঙ্গীপুর মহকুমা হাসপাতালেই 28 জন নার্স কর্মী বদলি হওয়া সত্ত্বেও শুধুমাত্র রিলিজ অর্ডার হাতে না পাওয়ার কারণে আটকে রয়েছেন একই জায়গায়।

হাসপাতাল চত্বরে নার্সিং কর্মীদের বিক্ষোভের কথা সামনে আসায় খুব স্বাভাবিকভাবেই আলোড়ন জঙ্গিপুর হাসপাতাল চত্বরে। একদিকে হাসপাতাল যখন জানিয়ে দিয়েছে বদলির অর্ডার তাঁরা দেবেন না, ঠিক অন্যদিকে নার্সিং কর্মীরাও জেদ ধরে আছেন অর্ডার না পাওয়া পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলবে। এই অবস্থায় পরিস্থিতি যে আরও গুরুতর আকার ধারণ করবে, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। আপাতত জেলা স্বাস্থ্য দপ্তর বা রাজ্য স্বাস্থ্য দপ্তর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করে, সে দিকেই নজর রয়েছে সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!