এখন পড়ছেন
হোম > অন্যান্য > চূড়ান্ত হিট গানে কমেন্ট করে শেষে নিজেকে ‘অশিক্ষিত’ বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!

চূড়ান্ত হিট গানে কমেন্ট করে শেষে নিজেকে ‘অশিক্ষিত’ বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ট্রোলের জবাব দিয়ে আবারও খবরের শিরোনামে স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে নিশ্চয়ই ভাবছেন ঠোঁটকাটা মহিলা এবারেও নিশ্চয়ই নারীবাদী কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তবে এবারে যে ঘটনার কারণে তিনি জল্পনার বিষয়ে উঠে এসেছেন, সেই ঘটনাকে ঠিক বিতর্কিত বলা যাবে কিনা, সে নিয়ে সন্দেহ আছে। কিন্তু কিসের আবার সন্দেহ? তাহলে খোলসা করেই বলা যাক। বস্তুত, ট্রোলের জবাব দিতে এবার তাঁকেই অশিক্ষিত সাজতে দেখা গেছে।

বর্তমানে “টুম্পা সোনা” গানটি চূড়ান্ত হিট। আর সেখানে সেই গানে কমেন্ট করেই এক নেটিজেনের কাছে অশিক্ষিত সাজতে হল তাঁকে। কিন্তু ব্যাপার কি? বস্তুত, সকালম্যান মীর আর ‘টুম্পা সোনা’ গানের অভিনেতা সায়ন ঘোষের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার তলায় কমেন্ট করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর তাতেই ঘটে বিপত্তি। কিন্তু কি এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি?

আসলে তিনি যে সায়ন ঘোষের বড় ফ্যান, সেকথাই জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে মজা করে জানিয়েছিলেন যে এই ‘টুম্পা সোনা’ গানটিই নাকি তাঁর জীবনের মন্ত্র। কিন্তু ভাবছেন তো এতে এত সমস্যার কি আছে! আরে সমস্যা অভিনেত্রীর নয়, সমস্যা হয় এক নেতিজেনের। তিনি দাবি করেন যে, মন্ত্রের বানান ও উচ্চারণে নাকি অবাঙালি ছোঁয়া এসেছে। সেখানে ‘মন্ত্র’-এর বদলে তিনি কেন ‘মান্ত্রা’ বলেছেন সেই নিয়ে জল্পনা হয় বিস্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাঙালি হয়েও কথায় হিন্দির টান মোটেই ভালোভাবে নেননি সেই নেটিজেন। এরপর শিক্ষা অশিক্ষা নিয়েও কথা ওঠে। আর সেখানেই মেটিজেনের মুখে নিজের ভাষাজ্ঞানের কথা শুনে সোজাসাপ্টা জানিয়ে দেন “আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলব না”। তিনি আরো বলেন যে, “আমি ক্লাস ১০-ও পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোনওটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব”।

যদিও এর পর মোটেই হাল ছাড়েননি সেই নেটিজেন। একের পর এক কমেন্ট করে যান তিনি। তবে সোশ্যাল মিডিয়ার অনেককেই আবার অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, তিনি প্রথম জীবনে কারমেল স্কুল, কলকাতা , সেন্ট টেরেসা সেকেন্ডারি স্কুল , এবং গোখলে মেমোরিয়াল স্কুলের ছাত্রী ছিলেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!