এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার বহিরাগত তত্ত্বে বড়সড় ধাক্কা? ‘বাংলার জামাই’ রূপে ধরা দিয়েই তৃণমূলের ঘুম ওড়ালেন নাড্ডা?

মমতার বহিরাগত তত্ত্বে বড়সড় ধাক্কা? ‘বাংলার জামাই’ রূপে ধরা দিয়েই তৃণমূলের ঘুম ওড়ালেন নাড্ডা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলে তৎপর হয়ে উঠেছে বিজেপি। এ কারণেই বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন রাজ্যে। এই পরিস্থিতিতে বিজেপিকে বারবার অবাঙালি ও বহিরাগতের দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এবার এই বহিরাগত ইস্যুতেই শাসকদল তৃণমূলকে মোক্ষম জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা নিজেকে বাংলার জামাই, বাঙালিয়ানার বাহক বলে প্রচার করলেন। সেই সঙ্গে জানালেন, বাংলা সঙ্গে বিজেপির আবেগ জড়িয়ে আছে।

গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানালেন যে, বাংলার সঙ্গে জড়িয়ে আছে বিজেপির আবেগ। বিজেপির প্রথম সভাপতি ছিলেন এই বাংলারই মানুষ। তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি যদি না থাকতেন, তবে হতোনা পশ্চিমবঙ্গ। তিনি জানালেন এক দেশ, এক নিশান, এক বিধানের জন্য আত্মবলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানালেন যে, তিনি হলেন একজন বাঙালি জামাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, জে পি নাড্ডার স্ত্রী হলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, তিনি ব্যক্তিগতভাবে বাঙালি। টোপর পরে বিয়ে করেছেন তিনি। বাঙালিয়ানায় বাঁচেন তিনি। এভাবেই নিজেকে বাংলার জামাই হিসেবে তিনি তুলে ধরলেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বাংলাকে শদ্ধা করে জানালেন যে, বহু দেশভক্তর জন্ম হয়েছে এই বাংলায়। স্বাধীনতার লড়াই থেকে শুরু করে আধ্যাত্মিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই বাংলা। সাহিত্য ও সংস্কৃতিতে বাংলার অবদান গোটা দেশের কাছে স্বীকৃত। বিজেপির প্রথম সভাপতি ছিলেন বাংলারই সন্তান। বাংলার ভাষা ও সংস্কৃতি নিজেদের মধ্যে বাঁচিয়ে রেখেছে বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানালেন, বাংলার সংস্কৃতির সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আচরণ একেবারেই মানানসই নয়। তৃণমূলের সংস্কৃতি কখনোই বাংলার সংস্কৃতি নয়। কাটমানি কখনোই বাংলার সংস্কৃতি নয়, তোলাবাজিও বাংলার সংস্কৃতি নয়, তোষণও বাংলার সংস্কৃতি নয়। তিনি প্রশ্ন করেছেন, বাংলায় সম্প্রতি গরু পাচার, রাজ্যে চাল চোর, ত্রিপল চোর, সিন্ডিকেট, বালি মাফিয়া, কয়লা মাফিয়ার দৌরাত্ম্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে, এগুলো কি কখনো বাংলার সংস্কৃতি?

বিজেপির সর্বভারতীয় সভাপতি জানালেন যে, তাঁর নামের সঙ্গে যে অলংকার যুক্ত করা হয়েছে সেটা কি কখনো বাংলার সংস্কৃতি হতে পারে? আর তা করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি জানান, ডায়মন্ডহারবারে তাঁর কনভয়ের ওপর হামলা করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে যা নয় তাই বলে কটাক্ষ করা হয়েছে, যা কখনোই বাংলার সংস্কৃতি হতে পারে না। এভাবে শাসক দল তৃণমূলকে বহিরাগত ইস্যুতে মোক্ষম জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!