এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের বক্তব্যকে সমর্থন করে পাল্টা যুক্তি বারমুডা বিতর্কে- সৌজন্যে দিলীপ ঘোষ

নিজের বক্তব্যকে সমর্থন করে পাল্টা যুক্তি বারমুডা বিতর্কে- সৌজন্যে দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিন ধরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বারমুডা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে পারদ চড়ছে। পাশাপাশি তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্বও অন্য মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের প্রাক পর্ব থেকে পশ্চিমবঙ্গের দুই যুযুধান রাজনৈতিক শিবির তৃণমূল এবং বিজেপির মহা যুদ্ধ চলছে। আর বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বারমুডা পড়ার পরামর্শ দিয়েছেন তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। দিলীপ ঘোষের মতে, শাড়ি পড়ে মুখ্যমন্ত্রীর পা পুরোপুরি দেখা যাচ্ছেনা। তাই সে ক্ষেত্রে বারমুডা পড়া যায়।

খুব স্বাভাবিকভাবেই বিজেওই সভাপতির এই বক্তব্য নিয়ে রীতিমত ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। গতকাল তৃণমূলের পক্ষ থেকে মহুয়া মৈত্র পাল্টা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে পারভার্ট বলে উল্লেখ করেন। নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায় তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, নন্দীগ্রামের প্রচারে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পা আঘাতপ্রাপ্ত হয়। এখনো পর্যন্ত তাঁর পা ঠিক হয়নি। পায়ে ব্যান্ডেজ রয়েছে। আহত অবস্খাতেই হুইলচেয়ারে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা থেকে জেলায় প্রচারে যাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর পা যেহেতু আঘাতপ্রাপ্ত, তাই তিনি পা ভাঁজ করতে পারেননা। তাঁর পা সামনে রাখা একটি টুলে রাখা থাকে।

মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পাওয়ার পর থেকেই বিরোধীদের কটাক্ষ চলছে। কিন্তু এবার কটাক্ষ করতে গিয়ে দিলীপ ঘোষ বাড়াবাড়ি করে ফেলেছেন বলে দাবী রাজনৈতিক মহলের একাংশের। যদিও রাজ্য বিজেপি সভাপতি নিজের অবস্থানকে সমর্থন করে স্পষ্ট বলেন, শাড়ি পড়ে পা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতিকে অপমান করছে। দিলীপ ঘোষের দাবি, যেহেতু শাড়ি শালীনতার প্রতীক, সেক্ষেত্রে শাড়ি পড়ে জনসাধারণের সামনে কেউ ইচ্ছাকৃতভাবে দিনের-পর-দিন পা দেখাচ্ছেন, সেটা ঠিক নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে মহিলারা বিষয়টি পছন্দ করছেনা বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। আর তাই তিনি মুখ্যমন্ত্রীকে বারমুডা করার পরামর্শ দিয়েছেন।অন্যদিকে দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল। নিজের মন্তব্যে অটল থেকে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি কোনোভাবেই মহিলাদের আঘাত করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বরং বাংলার সংস্কৃতিকে আঘাত করছেন, যার প্রতিবাদ করেছেন তিনি।

এই নিয়ে বিতর্ক হওয়া উচিত নয় বলে জানাচ্ছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, বিশেষজ্ঞ মহলের অনেকেই কিন্তু দিলীপ ঘোষের মন্তব্যকে সমর্থন জানাচ্ছেননা। সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত বলেই তিনি পা সামনের দিকে সোজা করে রাখছেন আর সে কথা সবার জানা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে দিলীপ ঘোষের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক জলঘোলা যে আরও বাড়তে চলেছে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!