এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নিজের বাড়ির দোরগোড়াতেই রক্তাক্ত, প্রাণহীন দেহ বিজেপি কর্মীর, তীব্র শোরগোল এলাকাজুড়ে

নিজের বাড়ির দোরগোড়াতেই রক্তাক্ত, প্রাণহীন দেহ বিজেপি কর্মীর, তীব্র শোরগোল এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নির্বাচনের প্রথম দিনেই সকাল বেলায় পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে নিজের বাড়ির দোরগোড়াতেই পাওয়া গেল বিজেপি কর্মী মঙ্গল সোরেনের রক্তাক্ত মৃতদেহ। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। তাঁর পরিবারবর্গ ও বিজেপির অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করেছে তৃণমূল। এরপর তাঁর দেহ ফেলে রেখে গেছে তাঁর বাড়ির সামনে।

আজ সাত সকালে এই ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে তীব্র শোরগোল পড়ে যায়। এলাকায় এসে পৌঁছয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বিজেপির জেলা স্তরের নেতারা। এই ঘটনার প্রাথমিক রিপোর্টে অবশ্য তাঁর স্বাভাবিক মৃত্যুর কথাই উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট পেশ করেছে রাজ্য। তবে, বিজেপির অভিযোগ পিটিয়ে হত্যা করা হয়েছে বিজেপি কর্মী মঙ্গল সোরেনকে। তাঁর পরিবারের অভিযোগ, অন্য কোন স্থানে খুন করে, তারপর বাড়ির উঠানে ফেলে দেওয়া হয়েছে তাঁর মৃতদেহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী মঙ্গল সোরেণের বাড়িতে ঢুকে, তাঁকে পিটিয়ে হত্যা করেছে। তাঁর মাথায় ও ঘাড়ে আঘাতের স্পষ্ট চিন্হ রয়েছে। এ ঘটনার পর জেলা প্রশাসনের কাছে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছিল। নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পেস করেছে জেলা প্রশাসন।

এই রিপোর্টে জানানো হয়েছে যে, এ ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক সংঘর্ষের কারণে এই মৃত্যু ঘটেনি। আবার, বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে আজ সকালে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের মধ্যেই যে ঘটনা ঘটেছে, তাতে এলাকাজুড়ে শোরগোল পড়ে গেছে। ইতিপূর্বে, এই এলাকায় বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!