এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের বিধানসভা এলাকায় চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ কামারহাটির বিধায়কের, তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে

নিজের বিধানসভা এলাকায় চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ কামারহাটির বিধায়কের, তীব্র চাঞ্চল্য রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাধারণত বিরোধীরা বারবার যে অভিযোগ করে থাকেন, এবার সেই ধরনের অভিযোগ করতে দেখা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। নিজের বিধানসভা এলাকায় পুর প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি। তিনি জানালেন, তাঁকে কামারহাটি পুরসভার প্রশাসক পদে আনা হোক, সেজন্য তিনি বিধায়ক পদ ছেড়ে দিতেও রাজি আছেন। সোশ্যাল মিডিয়াতে লাইভ করে এই ধরণের বক্তব্য রাখলেন তিনি। তবে, বিস্ময়করভাবে এই ভিডিও পরে তাঁর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে সরিয়ে দিলেন মদন মিত্র।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াতে লাইভ করে বারবার নানা বিষয়ে নানা বক্তব্য রেখেছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। নির্বাচনের পূর্বে যেমন তিনি বারবার বক্তব্য রেখেছেন, তেমনি নির্বাচনের পরেও রেখেছেন। ইতিমধ্যে বেশ কিছু বক্তব্য রেখেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে। যেখানে তিনি কামারহাটি ও বিটি রোড সংলগ্ন এলাকায় চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, নোংরা আবর্জনাতে সর্বত্র ভরে গেছে। তিনি অনুরোধ করেছেন, তাঁকে কামারহাটির পুরপ্রশাসকের পদে আনা হোক। সে জন্য তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতেও প্রস্তুত আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গেই তিনি জানিয়েছেন, এটা তিনি সত্যিই বলছেন, ড্রিঙ্ক করে বলছেন না। তিনি জানালেন, হয় তাঁকে কামারহাটির পুরপ্রশাসকের দায়িত্বে আনা হোক, না হলে তাঁকে তাড়িয়ে দেয়া হোক। রসিকতা করে তিনি জানালেন, রোম যখন পুড়ছিল, নিরো তখন মদ্যপান করছিলেন কিনা? তা তিনি জানেন না। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন যে, তাঁর নাম হলো মদন মিত্র। তিনি কখনো বেইমানি করেন না। মুখ্যমন্ত্রী যাদের মনে করেন যে, তারা দুদু-ভাতু খান, তাঁরা যে কি জিনিস? তাঁরা দুদু-ভাতু খান না, অন্য কিছু খেয়ে থাকেন। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী সাংসদ সৌগত রায়কে জিজ্ঞাসা করে দেখতে পারেন মদন মিত্র ঠিক বলছেন, না ভুল বলছেন।

তাঁর এই ভিডিও অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। পুর পরিষেবার প্রতি তিনি যে অভিযোগ করেছেন, তা বিস্মিত করেছে অনেককেই। কিন্তু আরও বিস্ময়কর ঘটনা হলো, এরপর সোশ্যাল মিডিয়ায় নিজের পেজ থেকে এই ভিডিওটিকে সরিয়ে নিয়েছেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। কেন তিনি তা করেছেন? তা এখনো জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!