এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল

নিজের বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের অভিযোগের জবাব দিলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য ও রাজ্যপালের সংঘাত কোন নতুন বিষয় নয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সাংবিধানিক পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল। এবার রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি জানান, রাজভবনে যে ৬ জনকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে, তাঁরা সকলেই হলেন রাজ্যপালের আত্মীয়। আজ টুইট করে এর পাল্টা জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি জানালেন, মহুয়া মৈত্র যে টুইট করেছেন তা একেবারেই ভুল।

গতকাল টুইট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছিলেন যে, রাজ্যপাল তাঁর ৬ জন আত্মীয়কে রাজভবনে ওএসডি পদে নিয়োগ করেছেন। রাজ্যপালকে আঙ্কেল জি বলেও সম্বোধন করেছিলেন তিনি। আজ পাল্টা টুইট করে রাজ্যপাল জানালেন, তৃণমূল সাংসদ টুইট করে যে অভিযোগ করেছিলেন, তা তথ্যগত ভাবে ঠিক নয়। যে ছজনকে ওএসডি পদে নেয়া হয়েছে, তাঁরা তিনটি আলাদা রাজ্যের বাসিন্দা, চারটি ভিন্ন বর্ণের মানুষ তাঁরা। তাঁরা কেউই তাঁর নিকট আত্মীয় নন। চার জন তাঁর রাজ্যের বাসিন্দাও নন। এমনকি তাঁর বর্ণের লোকও তাঁরা নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপালের এই টুইটের জবাবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করে জানিয়েছেন, রাজভবনে যাদের ওএসডি পদে নিয়োগ করা হয়েছে, তাদের সকলের অতীত পরিচয় জানাবার অনুরোধ করেছেন তিনি। তিনি অনুরোধ করছেন, কিভাবে এই ছজনকে রাজভবনে নিয়োগ করা হলো? তা জানাতে । তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপির আইটি সেলও এখান থেকে রাজ্যপালকে বের করে আনতে পারবে না। দেশের উপরাষ্ট্রপতির পদও হয়তো অধরা থেকে যাবে।

এর জবাবে রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে নজর ঘুরিয়ে দিতেই এই ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে সংবিধান অনুযায়ী রাজ্যের মানুষের জন্য তাঁর কাজ করে যাবেন তিনি। এভাবেই, রাজ্যপাল বনাম তৃণমূল সাংসদের টুইট যুদ্ধ দেখা গেল।

রাজ্যের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য-রাজ্যপাল সংঘাত বারবার বেধেছে। বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের প্রতি বারবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল সরব হয়েছেন। গতকাল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন রাজ্যপাল। আর তারপরেই রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের বিস্ফোরক অভিযোগ এনেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে চূড়ান্ত আকার ধারণ করবে, তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!