এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিজের বুথেই তো হেরে গেছেন হাফ প্যান্ট মন্ত্রী! সৌমিত্রর বেলাগাম তোপের মুখে হেভিওয়েট মন্ত্রী

নিজের বুথেই তো হেরে গেছেন হাফ প্যান্ট মন্ত্রী! সৌমিত্রর বেলাগাম তোপের মুখে হেভিওয়েট মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের যুব মোর্চার সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে আক্রমণাত্মক হয়েছেন বিজেপির সৌমিত্র খাঁ। প্রাক্তন তৃণমূল নেতা বিজেপিতে যোগদানের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। নানা সময়ে নানা মন্তব্য করে তৃণমূল কংগ্রেসকে চাপে রেখেছেন।

পরবর্তীতে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে একটি মামলার জন্য নিজের লোকসভা ক্ষেত্রে প্রচার করতে না পারলেও, জয় ছিনিয়ে এনে তৃণমূলকে দেখিয়ে দিয়েছেন, তাকে এভাবে আটকানো যায় না। সম্প্রতি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিজেপি রাজ্য যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন।

আর তারপরেই বিভিন্ন জেলায় গিয়ে পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করছেন তিনি। আর এবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরাকে “হাফপ্যান্ট মন্ত্রী” বলে অশালীন মন্তব্য করলেন সৌমিত্র খাঁ। যাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, সোমবার কোতুলপুর বিধানসভা এবং বিষ্ণুপুর বিধানসভা থেকে 700 জন কর্মী সমর্থককে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই বিপুল কর্মী সমর্থক এতকাল তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মী ছিলেন। আর এত সংখ্যক কর্মীকে এবার নিজেদের দলে যোগদান করিয়া রীতিমত তৃণমূলকে চাপে ফেলে দেন সৌমিত্র বাবু। আর এই যোগদান পর্বের পরেই রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরাকে কড়া ভাষায় আক্রমণ করেন এই বিজেপি সাংসদ। তিনি বলেন, “আগেরবারের ভোটে হাফপ্যান্ট মন্ত্রী নিজেই বুথেই হেরে গিয়েছেন।”

তবে রাজনীতিতে আক্রমণ থাকলেও কেন এভাবে একজন মন্ত্রীকে আক্রমণ করলেন সৌমিত্র খাঁ, তা নিয়ে এখন তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক কথা দিয়ে হওয়া উচিত। কিন্তু তা না করে যেভাবে অশালীন শব্দ প্রয়োগ করতে দেখা গেল এই বিজেপি সাংসদকে, তাতে রীতিমত বিতর্ক বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেছেন। যাকে নিন্দাজনক বলে আখ্যা দিয়েছে নানা মহল।

আর এবার সেই একই পথে হেঁটে যেভাবে রাজ্যের সরকারের মন্ত্রী শ্যামল সাঁতরার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করলেন বিজেপির সৌমিত্র খাঁ, তাতে বিজেপি এবং সৌমিত্রবাবু দুজনেই নিন্দার মুখে পড়বে বলে মনে করছেন অনেকে। এখন সৌমিত্র খাঁয়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে তাকে পাল্টা আক্রমণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!