এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নিজের করোনা পরীক্ষা নিজেই করছেন রোগীরা, প্রহসনের পর্যায়ে হাসপাতাল

নিজের করোনা পরীক্ষা নিজেই করছেন রোগীরা, প্রহসনের পর্যায়ে হাসপাতাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের করোনা পরীক্ষা নিজেই করছেন করোনা রোগীরা। হাসপাতালে সামনে লাইন দিয়ে নিজেরাই নিজেদের করোনা পরীক্ষা করছেন। এমনই বিস্ময়কর দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর হাসপাতালে। করোনা মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গলদ একেবারে প্রকাশ্যে এনে দিয়েছে এই ঘটনা।

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর হাসপাতালে করোনা পরীক্ষা করাতে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতালে তাদের পরীক্ষার জন্য অভাব রয়েছে স্বাস্থ্যকর্মীর। তাই রোগীরা নিজেরাই তাদের সোয়াব বা আরটিপিসিআর টেস্ট করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরীক্ষার পর নিজেদের নমুনা টেবিলের উপর রেখে দিচ্ছেন তারা। কোন সিরিয়াল নম্বর মেনে নমুনা রাখা হচ্ছে না। তাই একজনের রিপোর্ট আরেকজনের ঘাড়ে চাপার আশঙ্কা করছেন অনেকেই। হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাকে কার্যত প্রহসনে তুলে দেয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অনেকেই। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে রাজ্যের বিরোধী শিবির।

কেন এমন ঘটছে এই হাসপাতালে? হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জঙ্গিপুরে করোনা সংক্রমণ এত ভয়ানক হয়ে উঠেছে যে, এই হাসপাতালের প্রায় সমস্ত স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। অল্পসংখ্যক যারা এখনো সুস্থ আছেন, তাঁর আর ভয়ে কাজে যোগদান করছেন না। হাসপাতালে পর্যাপ্ত গ্লাভস, পিপিই কিটেরও অভাব রয়েছে। এ কারণেই শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের করোনা পরীক্ষা করছেন রোগীরা।

যেভাবে সিরিয়াল নম্বর না মেনেই পরীক্ষা চলছে, তারপর নমুনা বহরমপুরে পাঠানো হচ্ছে, তাতে একজনের রিপোর্ট অন্যজনের ঘাড়ে চাপতে পারে বলে, আশঙ্কা করছেন রোগীরা। এ ঘটনা রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দিককে তুলে ধরছে বলে, অভিযোগ বিরোধী শিবিরের। মুখ্যমন্ত্রীর বারবার অভয়বাণী সত্ত্বেও রাজ্যের প্রকৃত অবস্থা যে কতটা দুর্বিষহ? তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জঙ্গিপুর হাসপাতালে এই ঘোর অব্যবস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!