এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের এজলাসে চলা মামলার আইনজীবীর সঙ্গে বৈঠক বিচারপতির, বিস্তারিত তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর

নিজের এজলাসে চলা মামলার আইনজীবীর সঙ্গে বৈঠক বিচারপতির, বিস্তারিত তদন্তের দাবি শুভেন্দু অধিকারীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে, কলকাতা হাইকোর্টের এক বিচারপতি তাঁর এজলাসে চলা মামলার আইনজীবীর সঙ্গে বৈঠক করেছেন দিল্লিতে। এই ঘটনায় বিচার বিভাগের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছিলেন তিনি। আজ এ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

আজ টুইট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন যে, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কোনো কিছুর সঙ্গে আপস করা চলে না। প্রসঙ্গত, গত রবিবার ঘটনাটি প্রথম প্রকাশ্যে এনেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তিনি ট্যুইট করে জানিয়েছিলেন যে, দিল্লি সফরে গিয়ে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি রাজ্যের একজন আইনজীবী তিনি হাইকোর্টে একাধিক মামলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁর সঙ্গে বৈঠক করেছেন। তবে, বিচারপতির নাম প্রকাশ করেননি শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিষয়টি নিয়ে আজ আবার তিনি জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি দিল্লিতে বড়োসড়ো কেলেঙ্কারির অভিযুক্তদের আইনজীবী ও পশ্চিমবঙ্গ সরকারের বর্ষিয়ান এডভোকেটের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এরপরেও বিষয়টি নিয়ে নীরবতায় বিস্মিত হচ্ছেন। এই ধরনের পরিস্থিতি আইন ও বিচার বিভাগের নিরপেক্ষতার ক্ষেত্রে উদ্বেগজনক বলে, তিনি অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, এর দ্বারা গণতন্ত্রের সঙ্গে আপোস করা হচ্ছে। এই ঘটনার তদন্ত হওয়া প্রয়োজন।

আবার এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর একজন বর্ষীয়ান আইনজীবী যিনি আবার এই রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলার শুনানিতে রয়েছেন তিনি, আবার রাজ্যের বেশ কিছু বড় বড় কেলেঙ্কারি নিয়ে করা মামলায় অভিযুক্ত নেতাদের আইনজীবী তিনি। গত শনিবার তাঁর সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখা করেছেন ও বেশ কিছুক্ষণ ধরে কথাবার্তা বলেছেন।

তবে, শুভেন্দু অধিকারী ও অমিত মালব্য উভয়েই বিচারপতির নাম প্রকাশ করেন নি। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতার বৈঠক নিয়ে যেভাবে তাঁকে কোণঠাসা করার চেষ্টা করেছিল তৃণমূল, এবার তার পাল্টা হিসেবে এই ধরনের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে কোণঠাসা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি এর মাধ্যমে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!