এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > নিজের ফ্ল্যাট দলকে দিয়ে দিলেন সিপিএমের পার্টি সদস্য, জেনে নিন !

নিজের ফ্ল্যাট দলকে দিয়ে দিলেন সিপিএমের পার্টি সদস্য, জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ও দেশজুড়ে করোনা সংকটকালীন সময়ে এক সুমহান দৃষ্টান্ত গড়তে দেখা গেলো জনৈক সিপিএম সদস্যকে। রাজ্যে যখন একের পর এক রাজনীতিবিদদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে যেমন, রেশন দুর্র্নীতি, আম্ফান দুর্নীতি সেসময়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা ও সিপিএম সদস্য ছায়া পালিত নিজের ফ্ল্যাটটি দান করে দিলেন দলকে। গতকাল সোমবার সিপিএমের জনৈক চিকিৎসক নেতা ফুয়াদ হালিমের হাতে তাঁর ফ্ল্যাট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন সিপিএমের সদস্য ছায়া পালিত।

প্রসঙ্গত, বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা ছায়া পালিত দীর্ঘ সময় ধরে সিপিএম দলের সঙ্গে যুক্ত আছেন। গণতান্ত্রিক মহিলা সমিতির সঙ্গে দীর্ঘকাল ধরে যুক্ত তিনি। সিপিএম সদস্য ছায়া পালিত সিপিএম দলের জনস্বাস্থ্য আন্দোলনের ফ্রন্টাল সংগঠন পিপলস রিলিফ সোসাইটিকে নিজের এই ফ্ল্যাটেটি দান করে দিলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তাঁর স্বামী প্রয়াত বিমল পালিতের স্মৃতির উদ্দেশ্যেই তিনি ফ্ল্যাট দানের পরিকল্পনা করেছেন।

সম্প্রতি, চতুর্দিকে যখন দেখা যাচ্ছে রাজনৈতিক মতাদর্শের প্রতি মানুষের আনুগত্য ক্রমহ্রাসমান। নিজের রাজনৈতিক সুবিধার জন্য বারবার করে নেতা-নেত্রীদের মধ্যে চলছে দলবদলের পালা। সেই সময়ে ছায়া দেবীর এমন মহান ত্যাগ সমাজের কাছে একটি বিশেষ দৃষ্টান্ত বলা চলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সিপিএম পার্টির সদস্য হবার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, নিজেদের আয়ের একটি অংশ দলকে দান করতে হবে। আয়ের কত অংশ দলকে দান করতে হবে তার নির্দিষ্ট একটা কোটা রয়েছে। সিপিএমের অভিধান অনুযায়ী বলা হয়ে থাকে ‘লেভি’। সিপিএমের অনেক সদস্যই সদস্যপদ নবীকরনের সময়ে লেভির পরিমান না বাড়াতে, তাদের প্রকৃত আয় গোপন করেন। সিপিএম দলের অন্দরে এমন অভিযোগ বহুকালের। সেদিক থেকে বিচার করলে সিপিএম সদস্যদের কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করলেন ছায়া দেবী। তাঁরা এনেকেই মনে করছেন যে, তাঁর এই মহান আত্মত্যাগ তাদের দলের সকলের কাছে শিক্ষনযোগ্য।

আবার অনেকে মনে করছেন ছায়া দেবী কোন দল করেন, সেটা এখানে বিচার্য নয়। বিচার্য হলো মানুষের সেবায়, সমাজের সেবায় এক রাজনীতিবিদের এমন এক মহান আত্মত্যাগ। করোনা সংকটকালীন সময়ে যখন প্রবল আকার নিয়েছে মানুষের আর্থিক দুরবস্থা। স্থানে স্থানে একাধিক নেতা যখন জড়িয়ে পড়ছেন বিভিন্ন দুর্নীতি মূলক কাজকর্মে, সেই পরিস্থিতিতে ছায়া দেবীর এই মহান আত্মত্যাগ নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে রইল সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!