এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজের ঘরেই ‘ঘেরাও’ মুখ্যমন্ত্রী! চপার এসে অবশেষে করল ‘উদ্ধার’! আজব ঘটনা বিজেপি রাজ্যে

নিজের ঘরেই ‘ঘেরাও’ মুখ্যমন্ত্রী! চপার এসে অবশেষে করল ‘উদ্ধার’! আজব ঘটনা বিজেপি রাজ্যে


নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার নানান ইতিবাচক কথা বলেছে। এর আগেই নাগরিকত্ব আইন এর কথা মাথায় রেখে অসমে এনআরসি প্রয়োগ করা হয়েছিল। আর তাতেই দেশজুড়ে উঠেছিল সমালোচনার ঝড়। কারণ এনারসি প্রয়োগে আসাম থেকে প্রায় উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে বলে জানা গেছে। যদিও দাবি করা হয়েছিল তার মধ্যে 11 লক্ষ হিন্দুর নাম আছে। ঠিক এরপর থেকেই আসামসহ সমস্ত দেশজুড়ে শুরু হয় এনআরসির বিরোধিতা। এনআরসির বিরোধিতায় নামে দেশের সমস্ত বিরোধী দলগুলি। তবে এবার সবদিক প্রস্তুত করে এনআরসি আইন প্রয়োগের জন্য নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে এই শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার। আর তাই নিয়েই আসামে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়েছে।

ইতিমধ্যে নাগরিকত্ব বিলের বিরোধিতার ফলস্বরূপ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজের বাড়িতেই ঘেরাও হয়ে রইলেন। অবস্থা এমনই চরমে পৌঁছালো, যে তাকে চপার নিয়ে বাড়ির ছাদ থেকে উড়ে যেতে হল কর্ম স্থানে। ঘেরাও থেকে দাবি উঠেছিল নাগরিকত্ব সংশোধনী বিল সম্পর্কিত। উল্লেখ্য, গোটা উত্তর-পূর্বাঞ্চল জুড়ে চলছে নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন। যে আন্দোলনে সামিল হয়েছেন বিজেপির শরিকরাও। আর এর মধ্যেই আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী 10 ডিসেম্বরের মধ্যে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হবে। যদিও এর আগে হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন শীতকালীন অধিবেশনের প্রথম দু’দিনের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়ে যাবে। তবে তা হয়নি।

ভারতবর্ষের উত্তর-পূর্বাঞ্চল এলাকাজুড়ে চলছে নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাব বিরোধী আন্দোলন। আন্দোলনের নেতৃত্বে আছে সারা অসম ছাত্র সংস্থা বা আসুর ছত্রছায়ায় থাকা নেসো বা উত্তর-পূর্বাঞ্চলীয় ছাত্র সংগঠন। গোটা আসামে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন আসুর সমর্থকরা। যার মধ্যে এদিন মুখ্যমন্ত্রী সর্বানন্দকে ঘেরাওয়ের মধ্যে দিয়ে তাঁদের তীব্র প্রতিবাদ প্রকাশ পেল। নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন ইতিমধ্যে অখিল গগৈ কৃষক মুক্তি সংগ্রাম।

দেশের সর্বত্র বিজেপির জোট শরিকদের সাথে তাঁদের দূরত্ব বাড়ছে। ইতিমধ্যে ত্রিপুরা এবং আসামে তাদের জোট শরিক আইপিএফটি এবং বিপিএফ নেতা ও বোড়োল্যান্ড টেরিটরি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। অসমে বিজেপির জোট শরিক নেতা এবং বোড়োল্যান্ড টেরিটরি চেয়ারম্যান মহিলা বিরোধিতায় সরব অন্যদিকে নাগরিকত্ব বিলের সমর্থনে পাল্টা বিজেপি সমর্থক রা এদিন বড়োল্যান্ড টেরিটরি কাউন্সিল চেয়ারম্যান হাগ্রামা মহিলারিকে কালো পতাকা দেখায়। মঙ্গলবার অসমের হিমাংশু গগৈ নাগরিকত্ব বিলের বিরোধিতা করার জন্য তিনি ভারতীয় বায়ুসেনার চাকরি ছেড়ে দিলেন। সেদিনই তিনি সাইকেলে দিল্লি যাত্রা শুরু করেছেন। তিনি জানিয়েছেন, নাগরিকত্ব বিল বা ক্যাব হচ্ছে আসাম বিরোধী বিল।

তবে যে যাই বলুক, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সরকার একেবারে অনড় অবস্থান গ্রহণ করেছে। এনআরসি কেন্দ্রীয় সরকার চালু করবেই। তার আগেই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে কেন্দ্রীয় মহলে। যদিও বিরোধীরা প্রথম থেকেই সোচ্চার এনআরসির বিরোধিতায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে এনআরসি বিরোধীতায় রাজপথে নেমেছে। কিন্তু তা সত্বেও কেন্দ্রীয় শাসকমহলের মনোভাবে ছিঁটেফোঁটাও বদল হয়নি। বরং এবার শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আসার সিদ্ধান্তে অনড় অবস্থান গ্রহণ করেছে কেন্দ্রীয় শাসক দল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!