এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজের গড়ে দাঁড়িয়ে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, জেনে নিন!

নিজের গড়ে দাঁড়িয়ে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করেছেন তিনি। আর সেই সভামঞ্চ থেকেই তৃণমূলের বিরুদ্ধে তিনি যে খুব দ্রুত ময়দানে নামতে চলেছেন, তা বুঝিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু অধিকারীকে কাবু করতে বুধবার কাঁথিতে সভা করেছিল তৃণমূল নেতৃত্ব। যেখানে উপস্থিত ছিলেন সৌগত রায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম। প্রায় প্রত্যেকের গলাতেই শুভেন্দু অধিকারী সম্পর্কে বিশ্বাসঘাতক তকমা দিতে শোনা গেছে।

আর তৃণমূলের এই সভার পরেই এবার ময়দানে নামলেন শুভেন্দু অধিকারী। যেখানে আজ নিজের গড় কাঁথি থেকে সরাসরি নিজের প্রাক্তন নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নন্দীগ্রামের নায়ক। সূত্রের খবর, এদিন কাঁথিতে পদযাত্রা করে সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “7 তারিখ নন্দীগ্রামে আসুন। ভাষণ দিন। আমি জানি আপনি কি বলবেন। 8 তারিখ আমি আবার সভা করব। পাল্টা সভা করে আমি আপনার সব কথার জবাব দেব। আপনি প্রশাসনিক ক্ষমতা বলে লোক আনবেন। আর আমার সভার লোক আসবে ভালোবাসা ও আবেগে।”

বস্তুত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে “তোলাবাজ ভাইপো” বলে কটাক্ষ করেছিলেন। আর এবার নিজের খাস তালুকে দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “আমার বিজেপি ভাইরা 49 করে ফেলেছে। এবার আমি 51 করব। গোপীবল্লবপুর দিলীপ ঘোষ আর নন্দীগ্রামের শুভেন্দু দুজনে হাত মিলিয়েছে। লালমাটি আর জঙ্গলমহলের মাটি হাত মিলিয়েছে। যেতে তোমাকে হবেই। পদ্ম ফুটিয়ে আমি ঘুমোতে যাব। আমি আর দিলীপ ঘোষ জঙ্গলমহলে 35 টা আসন জেতাবো। একুশে বাংলায় বিজেপিই সরকার গঠন করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী একথা বলে তৃণমূল নেতৃত্বের চিন্তার ভাঁজকে অনেকটাই বাড়িয়ে দিল। নিজের বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দুবাবু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, তিনি কোনোমতেই তার প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে একচুল জায়গা ছেড়ে দেবেন না। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে তার ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী নিজের গড়ে তৃণমূলের পাল্টা সভা করে বঙ্গ রাজনীতিতে ভোটের দামামা বাজিয়ে দিলেন বলেই মত বিশেষজ্ঞদের।

এদিন মানুষের উচ্ছাস দেখেও জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আর নয় অন্যায় কর্মসূচিতে আজ 6 কিলোমিটার পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তারা প্রমাণ করে দিয়েছেন যে, আমি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করিনি। জনগণের সীলমোহর আমি পেয়ে গিয়েছি। গণতন্ত্রে মানুষ কথা বলে। স্বামীজীর চরৈবতি মন্ত্রকে সামনে রেখেই এবার এগিয়ে যেতে চাই।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুরের মানুষ নেই বলে দাবি করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূলের সভার পরের দিন যেভাবে শুভেন্দু অধিকারী মানুষের স্বতঃস্ফূর্ততা এবং সমর্থন তার সঙ্গে আছে বলে দাবি করলেন, তাতে শাসকদলের অস্বস্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর কাঁথির এদিনের সভা রাজ্য রাজনীতিতে যে বড় নজির স্থাপন করল, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!