এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারকা বিজেপি প্রার্থী

নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারকা বিজেপি প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য রাখলেন খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে রোডশো করলেন তিনি। ভোটের প্রচার শেষে এক সর্বভারতীয় টিভি চ্যানেলকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। যেখানে তিনি জানিয়েছেন যে, বিধানসভা নির্বাচনে তাঁর জয়ের ব্যাপারে তিনি ১১০% নিশ্চিত।

অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় জানালেন যে, মানুষ এখন বুঝে গেছেন যে, সন্ত্রাস মুক্ত, ভয় মুক্ত সমাজ চাইলে, বিজেপি ছাড়া আর কোন বিকল্প নেই। তিনি জানান, ৭০ বছর ধরে খড়গপুরকে পিসে পিসে মারা হয়েছে। এই শহরে যুবকদের কাজ নেই, জল নেই, শৌচালয় নেই, রাস্তাঘাট নেই, শহর নরকে পরিনত হয়েছে। অনেক জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল করা হয়েছে, কিন্তু এখানে তা হয়নি। এখানে যে হাসপাতাল আছে তা নরকে পরিনত হয়েছে। কেন্দ্র থেকে ফান্ড এসেও ফিরে যাচ্ছে।

খড়্গপুরের বিধায়ক জানিয়েছেন যে, সাংসদের ফান্ডে কাজ করবেন না তিনি। এখানকার মানুষ বুঝতে পেরেছেন, ভয় দেখিয়ে তোলাবাজি করে চলতে পারে না। অভিনেতা জানালেন, খরগপুর পৌরসভাতে মাত্র ৬ হাজার টাকা বেতনে কাজ করছেন যারা, তাদেরকেও কাজের জন্য ৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। আগে মানুষ ঘর থেকে বেরোত না, দিলীপ ঘোষ সাংসদ হওয়ার পর মানুষ বের হচ্ছেন। বিজেপির কাছে পুলিশ নেই, গুন্ডা নেই, শুধু মানুষ আছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিনেতা জানালেন, তিনি সৌভাগ্যবান যে গুরুদেব হিসেবে দিলীপ ঘোষকে তিনি পেয়েছেন। গুরু ছাড়া কোনো সাফল্য পেতে পারেন না শিষ্য। এটা তাঁর কাছে আশীর্বাদ। দিলীপ ঘোষ তাঁকে নির্দেশ দিয়েছেন পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছাতে। তিনি তাঁর কথা মেনে কয়েকদিন ধরে সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত হাঁটছেন। ১০, ১৫ ঘণ্টা ধরে তিনি হাঁটছেন। ৩৫ টি ওয়ার্ডের মানুষের কাছে তিনি গেছেন।

অভিনেতা জানালেন, পূর্বে ভোট লুট করা হয়েছিল। গুন্ডা দিয়ে ভোট করা হয়েছিল। বস্তিতে বস্তিতে টাকা দিয়ে ভোট করানো হয়েছিল। অনেকেই ভোট দিতে যেতে পারেননি। তারা জানতে পেরেছেন যে, তারা যাওয়ার আগেই তাদের ভোট হয়ে গেছে। মানুষ আর এমন চান না। এ কারণে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিতে চান তাঁরা। যুব সমাজের কাছে এখন কাজ নেই। তিনি জানালেন, বিজেপি সরকার গঠন করলে সেখানে বিভিন্ন রং থাকবে। সব রঙে মিলেমিশে সরকার গঠন করা হবে। উন্নয়নে রংয়ের কোন ভেদাভেদ রাখা হবে না। বিরোধীপক্ষকে নিয়েও উন্নয়ন হবে।

অন্যদিকে, আজ ভোটের প্রচার বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান যে, রাজ্য পরিবর্তন আসছে, এতে সন্দেহের কোনো ব্যাপার নেই। তিনি জানিয়েছেন, ভোটের আগে রাজ্যে খুন, মারামারি, হিংসার মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। কিন্তু তাতে ভয় পাননি রাজ্যের মানুষ। ভয় না পেয়ে প্রথম দফার ভোট দিয়েছেন তাঁরা। প্রথমের চেয়ে পরের দফায় আরো ভালো হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!