এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “নিজের স্বার্থ সবার আগে” হঠাৎ কেন এমন বললেন সুকান্ত! জেনে নিন!

“নিজের স্বার্থ সবার আগে” হঠাৎ কেন এমন বললেন সুকান্ত! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে। যে আন্দোলন সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে কেন্দ্র। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে পাল্টা কটাক্ষ করা হয়েছে বিরোধীদের। আর এবার বিরোধীরা নিজের স্বার্থ সবার আগে ভাবে বলে মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের বিরোধীরা যে এতটা ইরেসপন্সিবল, আমরা সেটা বুঝতে পারিনি। দেশের ক্ষেত্রেও নিজেদের স্বার্থ সবার আগে ভাবে। নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভাবেন। চাকরি আগেও ছিল, এখনও আছে। বরং কিছু লোক অতিরিক্তভাবে নিয়োগ পাচ্ছেন।”

অর্থাৎ অগ্নিপথ নিয়ে বিরোধীদের কটাক্ষ কার্যত স্বার্থান্বেষী চরিত্র বলেই আখ্যা দেওয়ার চেষ্টা করলেন সুকান্ত মজুমদার। যার ফলে বিরোধীরা অনেকটাই চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!