এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিজস্ব ভঙ্গিমায় প্রিয় দিদির জন্য মহিলা ভোট কার্যত নিশ্চিত করে ফেললেন অনুব্রত? বাড়ছে জল্পনা

নিজস্ব ভঙ্গিমায় প্রিয় দিদির জন্য মহিলা ভোট কার্যত নিশ্চিত করে ফেললেন অনুব্রত? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা এখনও বাজেনি। কিন্তু অনেক আগে থেকেই সমস্ত শাখা সংগঠন সহ বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে সভা শুরু করে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। প্রতিটি সভা থেকেই আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে যে সমর্থন করতে হবে, তার কথা তুলে ধরতে দেখা গেছে তাকে।

আর এবার নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বেশি করে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার মহিলাদের সমর্থনকে নিশ্চিত করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সভা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। যেখানে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মহিলাদের সমর্থন যাতে তৃণমূলের দিকেই থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করলেন তিনি।

সূত্রের খবর, সোমবার বোলপুর উচ্চ বিদ্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই কর্মসূচি থেকেই মহিলাদের পাশে যে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রয়েছে, তার বার্তা দেওয়ার চেষ্টা করেন তিনি।

অনুব্রত মণ্ডল বলেন, “স্বনির্ভর মহিলা গোষ্ঠীকে বলছি, চিন্তা নেই। আপনাদের পাশে মুখ্যমন্ত্রী আছেন। কিন্তু ওই মুখ্যমন্ত্রীকে নেতাজির জন্মদিনে অপমান করলেন প্রধানমন্ত্রী ও তার দল। বাংলার মানুষ এর জবাব দেবেন। আপনারা জানেন, 34 বছর ধরে বাংলাকে শেষ করেছে বামফ্রন্ট। ছয় বছর ধরে কেন্দ্রে বিজেপি আছে। কিন্তু সাধারণ মানুষের কোনো উপকারে লাগেনি। তাই সাবধান। বিজেপি এখন টাকা দিয়ে ভোট কিনতে চাইবে। টাকাটা নিয়ে নিন। টাকাটা আপনার, আমার টাকা। করোনার সময় প্রধানমন্ত্রী তিন মাস চাল দিয়েছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী জুন মাস পর্যন্ত সেই চাল বিনামূল্যে দেবেন। ওরা টাকার গদিতে বসে বাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। যারা মানুষের কোনো কাজে লাগে না, তারা আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করেন! বাংলায় এসে বিজেপি ভোট চাইছে। কিন্তু কাজের বেলায় কিছু করছে না। যে নিজের রাজ্যে কিছু করতে পারে না, সে আবার বাংলায় কি করবে!”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিজেপি 15 লক্ষ টাকা দেওয়ার কথা বললেও, তা এখনও কেন দেওয়া হয়নি, এদিনের সভায় থেকে সেই প্রশ্ন করে বসেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি করোনা পরিস্থিতির সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে ছিলেন বলেও দাবি করেন তিনি। অর্থাৎ মহিলাদের নিয়ে এই সম্মেলনে অনুব্রত মণ্ডল নারীশক্তিকে বিজেপির বিরুদ্ধে সমর্থন দেওয়ার আহ্বান জানালেন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে মহিলাদের জন্য যে ব্যাপক উন্নয়ন করা হয়েছে, সেকথা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরতে দেখা গেল তাকে।

পর্যবেক্ষকদের দাবি, বিজেপি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে আক্রমণ করতে শুরু করেছেন। এক্ষেত্রে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রায়শই দাবি করা হচ্ছে, বাংলায় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলারা নিরাপদ নন। তবে বিজেপির অভিযোগকে পাল্টা প্রত্যাখ্যান করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আর এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে সম্মেলন করে তাদের সমর্থন পেতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল।

যেখানে এই সমস্ত মহিলাদের সমর্থন যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করলেন তিনি। অর্থাৎ নির্বাচনের আগে এখন রীতিমত এই কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে অনুব্রত মণ্ডল নিজেদের ঘর গোছানোর চেষ্টা শুরু করে দিয়েছেন। তবে তাদের এই চেষ্টা কতটা সফলতা পায়, তা আগামী বিধানসভা নির্বাচনে ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!