এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “নিম্নমানের চোরগুলো…” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে ধুয়ে দিলেন শুভেন্দু!

 “নিম্নমানের চোরগুলো…” ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে ধুয়ে দিলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- লোকসভা ভোটের আগেই দীপক অধিকারীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তথ্য ফাঁস করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে আরও একবার তার গলায় শোনা গেল সেই রকমই ভয়ংকর কথা। বারবার নির্বাচনের আগে তৃণমূলের পক্ষ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়। এবারেও সেখানকার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব সেই ঘাটার মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি‌। যার ফলে এখন বন্যায় সেই ঘাটাল কার্যত জলের তলায় ডুবে গিয়েছে। আর সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই এদিন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতেই তিনি সেখানকার সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে রীতিমত ধুয়ে দিলেন।

প্রসঙ্গত, এদিন ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “ওটা এনামুলের ভাইয়ের কাছ থেকে ঘড়ি নেওয়া দীপক অধিকারী, দেব বলতে পারবে। এইরকম নিম্নমানের চোরগুলোকে তৃণমূল সাংসদ করেছে। ছাপ্পা মেরে জিতেছে।” অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে গিয়ে রীতিমত শাসকদলের হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে আরও একবার মন্তব্য করে অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দুবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!