এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নিমতায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত

নিমতায় নিহত তৃণমূল কর্মীর বাড়িতে মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত


সম্প্রতি উত্তর দমদম পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি নির্মল কুন্ডুকে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজ্য রাজনীতিতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যে বা যারাই নির্মল বাবুকে খুন করেছে তারা অত্যন্ত পাকাখুনি হিসেবেই পরিচিত। তৃণমূলের তরফে প্রথম থেকেই এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও সুমন কুন্ডু নামে এক বিজেপি কর্মী এবং সুজয় দাস নামে এক মুর্শিদাবাদের বাসিন্দাকেও এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রথম থেকেই অবশ্য এই ব্যাপারে সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে গেরুয়া শিবির। আর এহেন একটা পরিস্থিতিতে এবার সেই নিহত দলীয় কর্মী নির্মল কুণ্ডুর বাড়িতে গেলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে তিনি রাজ্য পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকর্তা এবং সিআইডির কর্তা ব্যক্তিদের নিয়ে সেই নিহত নির্মল কুণ্ডুর বাড়িতে আসেন। যেখানে তার সাথে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায় সহ অন্যান্যরা।

প্রথমেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী সেই নিহত নির্মল কুণ্ডুর বাড়িতে গিয়ে তাঁর পরিবার-পরিজনের সঙ্গে দেখা করেন। আর এরপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের রাজনীতি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাসের সৃষ্টি করা হচ্ছে। সিপিএমের হার্মাদ তারা এখন বিজেপিতে নাম লিখিয়ে এলাকা উত্তপ্ত করছে। এইভাবে বেশিদিন চলতে পারে না। পুরো ঘটনার তদন্ত হবে। অনেক হয়েছে। আর অন্যায় বরদাস্ত করা হবে না।” তবে শুধু এই নির্মল কুন্ডুর মৃত্যুই নয়, কোচবিহারের দিনহাটায় তৃণমূল কর্মী খুন এবং অশোকনগরে একটি শিশুর মৃত্যু নিয়েও এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য বলছেন, রাজ্যের পুলিশ মন্ত্রী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে তার নেতৃত্বে “রাজ্যে সুশাসন চলছে” বলে তৃণমূলের নেতাকর্মীরা দাবি করলেও কিভাবে বিভিন্ন জেলায় সেই তৃণমূল কর্মীদেরই এইভাবে আক্রান্ত এবং নিহত হতে হচ্ছে! তাহলে কি এর পেছনে পুলিশমন্ত্রীরও দায় বর্তায় না! প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!