এখন পড়ছেন
হোম > জাতীয় > নিমতায় তৃণমূলের দুষ্কৃতীদের মারধরে বৃদ্ধা মায়ের মৃত্যু, গর্জে উঠলো গেরুয়া শিবির

নিমতায় তৃণমূলের দুষ্কৃতীদের মারধরে বৃদ্ধা মায়ের মৃত্যু, গর্জে উঠলো গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৭ সে ফেব্রুয়ারি নিমতায় বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে হঠাৎ উপস্থিত হয়েছিল তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী। অভিযোগ ওঠে, শুধুমাত্র বিজেপি করবার কারণে মারধর করা হয় গোপাল মজুমদারকে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মা শোভারানী মজুমদার। অভিযোগ ওঠে, ৮৫ বছরের বৃদ্ধা শোভারানী মজুমদারকে বন্দুকের বাট দিয়ে প্রবল ভাবে আঘাত করা হয়েছিল। প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিছুদিন আগেই তিনি ছাড়া পেয়েছিলেন। আজ ভোরবেলা তাঁর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি।

আজ সকালে গোপাল মজুমদারের বাড়িতে গিয়েছিলেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অর্চনা মজুমদার। তাঁকে সান্ত্বনা দেন তিনি। আজ নিমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন সায়ন্তন বসু, অর্চনা মজুমদার প্রমুখরা। তাঁরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন হয়ে গেলেও এখনো পর্যন্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেপ্তার করেনি নিমতা থানার পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শোভা রানীর মৃত্যুতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে শোক প্রকাশ করতে দেখা গেল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য, কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন টুইট করে শোক প্রকাশ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ছেলেকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বৃদ্ধা মা শোভা রানী দেবী। তাঁর সারা মুখে আক্রান্ত হওয়ার স্পষ্ট চিহ্ন ছিল।

অন্যদিকে রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা জানালেন যে, তৃণমূল শেষলগ্নে পৌঁছে গেছে। তাই হিংসার কাজকর্ম শুরু করেছে। এদের হাত থেকে রক্ষা পাচ্ছেন না বাংলার মা-বোনেরাও। এই মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী জানালেন যে, হোলির দিন সবাই রং খেলছে, অথচ বাংলায় চলছে হত্যালীলা। তবে এই ঘটনা প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, বৃদ্ধার মৃত্যু মারধরের কারণে হয়নি। ডেট সার্টিফিকেটে সেরকম কোনো উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যু নিয়ে বিজেপি অহেতুক রাজনীতি করছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!