এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নিমতিতা স্টেশনে বোমা কাণ্ডে বড়সড় তথ্য ফাঁস, গ্রেপ্তার এক বাংলাদেশী!

নিমতিতা স্টেশনে বোমা কাণ্ডে বড়সড় তথ্য ফাঁস, গ্রেপ্তার এক বাংলাদেশী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 17 ফেব্রুয়ারি নিমতিতা স্টেশন এক ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। আর এরপর থেকেই এই ঘটনা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের নিরাপত্তা ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে একাংশ। স্বাভাবিক ভাবেই নিমতিতা স্টেশন এই ধরনের বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে রীতিমত তদন্তে নেমে পড়ে রাজ্যের গোয়েন্দা সংস্থা। আর এবার সেই তদন্তে বড়সড় তথ্য সামনে এল। যেখানে স্পষ্ট ভাবে এই ঘটনায় যোগ পাওয়া গেল এক বাংলাদেশীর।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 17 ফেব্রুয়ারি রাতে কলকাতা আসার জন্য নিমতিতা স্টেশনে ট্রেন ধরতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। আর সেই সময় তাকে লক্ষ্য করে সেখানে বোমাবাজি করা হয়। যার ফলে মন্ত্রী সহ আরও 23 জনের মত ব্যক্তি আক্রান্ত হন। বর্তমানে রাজ্যের মন্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। তবে তারপর থেকেই এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে শুরু হয় তদন্ত। এলাকা পরিদর্শন করে সিআইডি থেকে শুরু করে ফরেনসিক বিশেষজ্ঞরা। আর সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই এবার এক বাংলাদেশীকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তের নাম শেখ নাসিম। যার ফলে গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে রাজ্যে এই ধরনের বোমাবাজিতে এক বাংলাদেশী ব্যক্তির নাম জড়িয়ে পড়ায় আতঙ্ক আরও বাড়তে শুরু করবে। এমনিতেই বিরোধীরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবসময় কাঠগড়ায় দাঁড় করায় সরকারপক্ষকে। এমনকি প্রতিনিয়ত ভিন রাজ্য থেকে দুষ্কৃতিরাই সেই রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়। আর এই পরিস্থিতিতে নিমতিতা স্টেশনে বোমাবাজির ঘটনায় যেভাবে এক বাংলাদেশী ব্যক্তি গ্রেফতার হলেন, তাতে বিরোধীরা যে এই বিষয়ে আরও বেশি করে সোচ্চার হবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!