এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নিরাপত্তাসংক্রান্ত মামলায় এবার রাজ্য সরকার কোণঠাসা শুভেন্দুর কাছে, চড়ছে বিতর্কের পারদ

নিরাপত্তাসংক্রান্ত মামলায় এবার রাজ্য সরকার কোণঠাসা শুভেন্দুর কাছে, চড়ছে বিতর্কের পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা প্রসঙ্গে রাজ্য সরকারকে হাইকোর্টের প্রশ্নের মুখোমুখি হতে হল। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর জন্য বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নিরাপত্তা প্রদান করা হচ্ছেনা। আর এই নিয়েই উঠেছে বড়োসড়ো প্রশ্ন। কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারের কাছে বৃহস্পতিবার এর মধ্যে রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জানা গিয়েছে, কারা কারা রাজ্যের নিরাপত্তা পান তা নিয়ে আদালত রাজ্য সরকারের জবাবদিহি চেয়েছে। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পর্যাপ্ত নিরাপত্তার অভাবের অভিযোগ নিয়ে।

এরপর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা হবার পর আবারও তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একজন পূর্ণমন্ত্রীর সমতুল নিরাপত্তা না পাওয়ার অভিযোগে। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি রাজ্যের নিরাপত্তা না পাওয়ার কারণে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তার ওপর নির্ভর করতে হচ্ছে। আর এই নিয়েই আজকের শুনানি চলে। হাইকোর্টে মামলার শুনানি পর্বে প্রশ্ন ওঠে, শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া সত্ত্বেও তাঁর অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজনীয়তা হচ্ছে কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বিচারপতি প্রসাদ উল্লেখ করেন, শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক নেতা এবং বর্তমানে তিনি বিরোধী দলের নেতা হিসেবে পরিচিত। সেক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য করতে গেলে রাজ্যের সঙ্গে তাঁর যোগাযোগ থাকাই কাম্য। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু তিনি তৃণমূল ছাড়ার আগে রাজ্যের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাজ্য পুলিশ শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বজায় রেখেছিল বলেই জানা যায়।

পরবর্তীতে অবশ্য তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর জন্য জেড নিরাপত্তা এবং বুলেটপ্রুফ গাড়ি বরাদ্দ করা হয় কেন্দ্রীয় পক্ষ থেকে। তবে বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী নিরাপত্তা সংক্রান্ত মামলাটি কার্যত রাজ্যের তৃণমূল সরকারকে চাপে ফেলা ছাড়া অন্য কোনো কারণ নেই। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার বিষয়টি সামনে আসছে একাধিক প্রশ্ন নিয়ে। আপাতত মামলার আগামী শুনানি বৃহস্পতিবার হবার কথা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!