এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন কমিশনের করোনা বিধি ভেঙেছে বিজেপি- অভিযোগ তৃণমূলের

নির্বাচন কমিশনের করোনা বিধি ভেঙেছে বিজেপি- অভিযোগ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি শোচনীয় অবস্থায় পৌঁছে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই অবস্থায় রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। 8 দফায় এই নির্বাচন সম্পন্ন হবে। কিন্তু করোনা পরিস্থিতির জেরে শেষ দুই দফায় রাজনৈতিক দলগুলির নির্বাচনী সভা, জনসমাবেশ, রোড শো, র‍্যালি বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কমিশন সমাবেশে 500 লোক থাকতে পারে জানিয়েছে। যদিও তার আগেই প্রধানমন্ত্রী নিজেই 500 লোক নিয়ে সভা করপবেন বলে জানিয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ ভেঙে জনসমাবেশে থাকলেন বিজেপি শিবিরের হেভিওয়েট নেতারা।

মালদার বৈষ্ণবনগরে আজকে সভা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং সদ্য বিজেপিতে যোগ দেওয়া মহাতারকা মিঠুন চক্রবর্তী। এই দুটি পৃথক সভাতেই পাঁচশোর বেশি মানুষ ভিড় করেন বলে অভিযোগ তুলেছে তৃণমূল। বিজেপির এই দুই নেতার বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছে শাসকদল। দক্ষিণ দিনাজপুরের কুষমুন্ডিতে এদিন দিলীপ ঘোষ সভা করেছেন। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ওই সভায় পাঁচশোর বেশি লোক উপস্থিত ছিল যা করোনা পরিস্থিতিতে নির্বাচনী বিধি ভাঙার সামিল। দিলীপ ঘোষের সমস্ত প্রচার বন্ধের দাবি জানিয়েছে তৃণমূল। গতকাল কুমারগঞ্জেও একইভাবে নির্বাচনী বিধি ভাঙেন দিলীপ ঘোষ বলে অভিযোগ উঠেছে।

করণা পরিস্থিতিতে বহু মানুষের জীবন বিপন্ন করছেন রাজ্য বিজেপি সভাপতি বলে দাবি তৃণমূলের। অন্যদিকে শনিবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একই অভিযোগ উঠল। মালদার বৈষ্ণবনগরে তিনি আজকে বিজেপির সভায় উপস্থিত ছিলেন। ঐ সভাতেও পাঁচশোর বেশি মানুষ উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে, যা নির্বাচন কমিশনের নির্দেশবিরুদ্ধ। মিঠুনের বিরুদ্ধেও কমিশনে নালিশ জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। বলা হয়েছে, বিজেপির তারকা প্রচারকদের সমস্ত সভা বাতিল করা হোক। কারণ তৃণমূলের দাবী, তারকা প্রচারকদের সভাতে অবধারিতভাবে মানুষের ভিড় হবেই যা করোনা পরিস্থিতিকে আরো সঙ্গীন করে তুলবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় অভিযোগ জানিয়ে বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির কথাতেই চলে। তাই সারাদেশ যখন করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, তখন বিজেপি বাংলায় রাজনীতি করছে। গতকাল থেকে এখনো পর্যন্ত তিনটি অভিযোগ জানানো হয়েছে বিজেপির বিরুদ্ধে কমিশনের বিধি ভঙ্গ করায়, তৃণমূলের দাবী কোনোটাতে কমিশনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। অন্যদিকে সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীর সভার আয়োজকদের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার বলে খবর।

খুব স্বাভাবিকভাবে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে বিজেপির সভায় যেভাবে জনসমাগম হচ্ছে, তা রাজ্যের করোনা পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলেই বিশেষজ্ঞদের মত। ইতিমধ্যেই রাজ্যের অন্য সব ক’টি দল তাঁদের সমস্ত রকম প্রত্যক্ষ প্রচার বাতিল করেছে। কমিশনের নির্দেশ মেনে তাঁরা রোড শো বা র‍্যালিও বন্ধ করে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত গেরুয়া শিবির তাঁদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এই নিয়ে ইতিমধ্যেই সমালোচনা চলছে সর্বস্তরে। এই পরিস্থিতিতে তৃণমূলের অভিযোগ গ্রহণ করবে কিনা নির্বাচন কমিশন? যদি অভিযোগ গ্রহণ করে তাহলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!