এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচন কমিশনের ঘোষণার আগেই মমতা ব্যানার্জ্জীর ঘোষণা ভোট নিয়ে, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

নির্বাচন কমিশনের ঘোষণার আগেই মমতা ব্যানার্জ্জীর ঘোষণা ভোট নিয়ে, তীব্র জল্পনা রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে যেভাবে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে, তাতে স্পষ্ট ভোটের দামামা ইতিমধ্যেই বেজে গেছে। তবে রাজ্যে নির্বাচন কবে হবে তা জানতে এই মুহূর্তে মুখিয়ে রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কিন্তু কৌতূহলের অবসান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভা থেকে জানিয়ে দিলেন নির্বাচন কমিশন কবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নির্বাচনের দিন ধার্য হয়নি।

তবে আশা করা হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করবেন। একুশের বিধানসভার নির্বাচন এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সরাসরি ময়দানে প্রতিপক্ষ রূপে লড়াই চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। রাজ্যজুড়ে ইতিমধ্যেই তৃণমূল শুরু করেছে উন্নয়নকে মুখ্য করে ব্যাপক প্রচার। সেই উদ্দেশ্যেই আলিপুরদুয়ারে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসমক্ষে জানিয়ে দিলেন আর হয়তো 7-8 দিনের মধ্যে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে নির্দিষ্ট করে তিনি কিছু বলতে পারেননি। অন্যদিকে নির্বাচন কমিশনের ঘোষণার আগেই যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যদ্বাণী করলেন নির্বাচনী প্রচারসভা থেকে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিরোধীরা শুরু করেছে কটাক্ষ। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথার কোনো প্রতিক্রিয়া দেননি। এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে টানটান উত্তেজনা। একুশের বিধানসভার মসনদ দখল করবে কে, তা নিয়ে চায়ের দোকান থেকে ট্রেনের কামরা আলোচনা সর্বত্র।

কোন দল এগিয়ে আসবে সামনের সারিতে, তা নিয়ে কৌতুহল সবার। সে ক্ষেত্রে নির্বাচনের দিন ঘোষণা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্বাচন কমিশনের ঘোষণার আগেই ভোট ঘোষণা নিয়ে মন্তব্য করলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। আপাতত নির্বাচন কমিশন ভোটের দিন কবে ঠিক করে, তার দিকেই নজর রাজনৈতিক মহল থেকে ওয়াকিবহাল মহল হয়ে আমজনতার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!