এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন শুরুর আগেই বোমাবাজিতে উত্তাল অর্জুন গড়, তরজা জমে উঠেছে তৃণমূল ও বিজেপির মধ্যে

নির্বাচন শুরুর আগেই বোমাবাজিতে উত্তাল অর্জুন গড়, তরজা জমে উঠেছে তৃণমূল ও বিজেপির মধ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামীকাল হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচন। এবং এই ষষ্ঠ দফার নির্বাচনের শীর্ষতালিকায় রয়েছে উত্তর 24 পরগনা। অর্থাৎ আগামীকাল ভোট হতে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে আগামীকাল ভোট আর তার আগেই আজকে টিটাগরের একটি স্থানীয় ক্লাবে ব্যাপক আকারে বিস্ফোরণ হয়েছে।

তাই নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি সাংসদ অর্জুন সিং এই ঘটনার জন্য তৃণমূল কে দায়ী করলেও এবার সরাসরি বিজেপি সাংসদ অর্জুন সিং কে এই ঘটনার জন্য দায়ী করেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাল্টা তিনি দাবি করেছেন, ভোটের আগে বিহার এবং উত্তর প্রদেশ থেকে একাধিক দুষ্কৃতী নিয়ে এসেছে এ রাজ্যে অর্জুন সিং।

এদিন খড়দা বিধানসভা এলাকায় একটি ক্লাব ঘরে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। টিটাগড় রোডের উপরে ক্লাবঘরটি অবস্থিত বলে জানা যায়। তীব্র বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। এই ঘটনায় একজন মারা গিয়েছেন এবং একজন আহত হয়েছেন বলে খবর।

অবশ্য এলাকার বাসিন্দাদের কথায়, যিনি মারা গিয়েছেন তিনি একজন সমাজবিরোধী ছিলেন ও একাধিক অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গেছে। বম্ব স্কোয়াড সকালেই এলাকায় গিয়ে নমুনা সংগ্রহ করে আনে। একইসাথে শোনা যাচ্ছে, ভোটের আগেই উত্তর 24 পরগনার একাধিক এলাকাজুড়ে শুরু হয়েছে ব্যাপক অশান্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ এসেছে ব্যারাকপুর, ভাটপাড়া, নৈহাটি ও জগদ্দল এলাকায়। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাত থেকেই ভাটপাড়া, টিটাগর, জগদ্দল এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য অর্জুন সিং দুষ্কৃতীদের দিয়ে এলাকায় বোমাবাজি করাচ্ছেন।

প্রসঙ্গত, গতকাল রাতে অর্জুন সিং এর বাড়ির সামনেও বোমাবাজি হয়। সেসময় বিজেপি সাংসদ অভিযোগের আঙুল তুলেছিলেন তৃণমূলের দিকে। পাশাপাশি তিনি দাবি করেছিলেন, এই ঘটনায় তৃণমূলের সঙ্গে পুলিশের যোগসাজশ রয়েছে। সব মিলিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

তবে আগামীকাল যেখানে নির্বাচন সেখানে ঠিক নির্বাচনের প্রাকমুহুর্তে এত বোমাবাজি কি করে হয় তাই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই কমিশনের দিকে। কারণ নির্বাচন কমিশন এবার প্রথম থেকেই বলে আসছে, রাজনৈতিক শান্তি বজায় রেখে ভোট পরিচালনা করা হবে। কিন্তু নির্বাচন কমিশনের উক্তি ক্রমশ প্রহসনে পরিণত হয়েছে। হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী যেখানে আনা হচ্ছে ভিন রাজ্য থেকে, সেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারি কোথায় বলে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকেো। এই পরিস্থিতিতে বোমাবাজির ঘটনা ঘিরে নতুন করে চাপানউতোর শুরু হল তৃণমূল এবং বিজেপির মধ্যে। আপাতত পরিস্থিতির ওপর নজরাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!