এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচনের আবহে বড়সড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের, এবার জেলা সভাপতি বদল স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় থাকাকালীন

নির্বাচনের আবহে বড়সড় সিদ্ধান্ত গেরুয়া শিবিরের, এবার জেলা সভাপতি বদল স্বরাষ্ট্রমন্ত্রীর জেলায় থাকাকালীন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে চলছে 8 দফা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে চারদফা নির্বাচন সম্পন্ন হয়েছে, আরও চার দফা নির্বাচন বাকি। আর আগামীদিনের এই চার দফার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই লড়াই আরো জোরদার হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। অন্যদিকে নির্বাচনী আবহে এবার রাতারাতি জেলা সভাপতি বদল হয়ে গেল বিজেপির। আর তাই নিয়ে ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সম্প্রতি উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি বদল হয়ে গেল রাতারাতি। কিন্তু কেন হঠাৎ করে ভোটের মুখে বিজেপি সভাপতি বদল হল, তা নিয়ে অবশ্য বিশেষ কিছু জানা যায়নি। সূত্রের খবর,  স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিনাজপুর জেলায় রোড শো করে চলে যাবার পর এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অন্যদিকে জানা যাচ্ছে, উত্তর দিনাজপুরের জেলা বিজেপির সভাপতি বদল কার্যত হতচকিত করে দিয়েছে জেলা নেতৃত্বকেই। আগামী 22 এপ্রিল অর্থাৎ ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের ভোটগ্রহণ। কিন্তু তার আগে জেলা বিজেপির এই বড়সড় রদবদল কার্যত রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এর আগে এরকম সিদ্ধান্ত কোন জেলার ক্ষেত্রেই নেয়নি বিজেপি। উত্তর দিনাজপুরের ভোটের বাকি আর মাত্র 9 দিন। তার আগে সোমবার বিকালে হেমতাবাদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো করেন এবং জনসভা করেন মহারাজাহাট ময়দানে। সেখানে সভামঞ্চে অমিত শাহের পাশেই দেখা গিয়েছিল প্রাক্তন জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মঙ্গলবার ইসলামপুর রোড শো করার আগেই জেলা বিজেপি সভাপতি পরিবর্তনের নির্দেশ আসে। বিশ্বজিৎ লাহিড়ীর পরিবর্তে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি হলেন বাসুদেব সরকার। তবে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, এই বাসুদেব সরকার রায়গঞ্জের বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ। আর তাই দলের নিয়ন্ত্রণ হাতে রাখতে এই ঘটনার পেছনে দেবশ্রী চৌধুরীর হাত দেখছেন দলেরই অনেকে। উত্তর দিনাজপুরের বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল এবং বলা হয় জেলার নটি আসনে যারা প্রার্থী হয়েছেন, তাঁরা প্রত্যেকেই দেবশ্রী চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। এই নিয়ে জেলা জুড়ে বিজেপির ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছে।

এমনকি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর কুশপুত্তলিকা দাহ পর্যন্ত হয়েছে। মনে করা হচ্ছে, সেই ঘটনাকে কোনভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি। আর তাই জেলার নেতৃত্ব বদলের সিদ্ধান্ত। পাশাপাশি মনে করা হচ্ছে, দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভের পেছনে বিশ্বজিৎ লাহিড়ীর হাত থাকার অভিযোগে তাঁকে সরানো হলো। তবে বিশেষজ্ঞ মহলের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচনের প্রাক-মুহূর্তে এভাবে জেলা নেতৃত্তের বদল হওয়া কার্যত আদি বিজেপি নেতারা কতটা ভালোভাবে দেখবেন তা নিয়ে থাকছে সংশয়। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এই ঘটনা উত্তর দিনাজপুরে বুমেরাং হয়ে ফিরবে না তো বিজেপির কাছে। আপাতত কি হতে চলেছে আগামী দিনে তা জানতে অবশ্যই নজর রাখতে হবে আগামী 2 মে এর দিকে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!