এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচনের আগেই অশান্তির আগুন বাম শিবিরে, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে

নির্বাচনের আগেই অশান্তির আগুন বাম শিবিরে, জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি যখন ব্যাপক সরগরম, ঠিক সে সময় বাম শিবিরের অশান্তি সামনে এলো। এমনিতেই এবারের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেসের সাথে আইএসএফকের জোট নিয়ে চলছে বিতর্ক। কিন্তু তার মধ্যেই দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে যেভাবে দীর্ঘদিনের বামনেতা দল ছাড়তে চলেছেন, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন।

জানা গিয়েছে, এবার শিলিগুড়ির তরুণ বাম নেতা শংকর ঘোষ সিপিএমের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ইস্তফার পেছনের কারণ কি তা জানাতে শংকর ঘোষ লম্বা-চওড়া ইস্তফাপত্র লিখেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, দলের মধ্যে ব্যক্তিতন্ত্র চলছে। একই সাথে বামেদের সঙ্গে আব্বাস সিদ্দিকীর দলের জোট নিয়ে শংকর ঘোষ তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন। প্রসঙ্গত এই শংকর ঘোষ এসএফআই করে রাজনীতির বুকে উঠে এসেছিলেন।

 এরপর সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের রাজ্য স্তরের নেতা থাকতে থাকতেই তিনি দার্জিলিং জেলার সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছিলেন। পাশাপাশি তিনি শিলিগুড়ি কর্পোরেশন প্রাক্তন মেয়র পারিষদ সদস্যও ছিলেন। জানা গেছে, সিপিএম নেতা শংকর ঘোষ অভিযোগ করেছেন, বাম কমিটির মধ্যে ক্রমশ বিতর্কের পরিসর ছোট হচ্ছে। পাশাপাশি কোন রকম আলোচনার জায়গা না রেখে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা।

অনেকেই জানিয়েছেন, শংকর ঘোষ আশায় ছিলেন, এবারের নির্বাচনে শিলিগুড়ির প্রার্থীপদের টিকিট পাবেন। কিন্তু সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, শিলিগুড়ি কেন্দ্রের বিধায়ক অশোক ভট্টাচার্যই বাম প্রার্থী হতে পারেন। হতাশ হয়ে শংকর ঘোষ দল ছাড়লেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বরাবরই দেখা দিয়েছে দলের নামে দোষারোপ করে কেউ প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিতে চাইলে সিপিএম কোনদিনই সেই ইস্তফা গ্রহণ করেনি। বদলে বহিষ্কারের রাস্তা নেওয়া হয়েছে। এবার হয়তো সেরকমই কিছু একটা হবে বলে মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, জরুরী ভিত্তিতে জেলা সম্পাদক মন্ডলীর বৈঠকে কিংবা ফোনের মাধ্যমে শংকর ঘোষকে দার্জিলিং জেলা সিপিএম এর পক্ষ থেকে বহিষ্কার করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গিয়েছে শংকর ঘোষ নিজেও সাংবাদিক বৈঠক ডেকেছেন। সেখানে তিনি নতুন কি সিদ্ধান্ত ঘোষণা করেন, সেটাও নজরে থাকবে ওয়াকিবহাল মহলের। সিপিএমের অবশ্য অনেকেই বলছেন, বেশ কিছুদিন যাবতই শংকর ঘোষ বেসুরো হয়েছিলেন দলে। এক্ষেত্রে তাঁর ইস্তফা দেওয়া মোটেই অবাক করেনি বাম শিবিরের অনেককেই। আপাতত যেভাবে রাজ্যজুড়ে দলবদল এর হাওয়া চলছে, তাতে দেখার বামনেতা শংকর ঘোষ এবার রাজনীতি থেকে অবসর নেন নাকি অন্য দলে যোগদান করেন!

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচন বিজেপির পাশাপাশি বাম, কংগ্রেস সংযুক্ত মোর্চার কাছেও অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই। দীর্ঘদিন পর বামেদের আবার লড়াইয়ের ময়দানে জোরদারভাবে দেখা যাচ্ছে এবং বামেদের যে কিছুটা হলেও শক্তি বৃদ্ধি হচ্ছে তা ব্রিগেডের ময়দানেই বোঝা গেছে। ঠিক সেইসময় পরিচিত নেতার দল থেকে ইস্তফা দেওয়া কার্যক্ষেত্রে না বিপাকে ফেলে বাম শিবিরকে বলে আশংকা প্রকাশ করছেন্রাজনৈতিক মহলের একাংশ।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!