এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাক হেভিওয়েট তৃণমূল নেতাকে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

নির্বাচনের মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাক হেভিওয়েট তৃণমূল নেতাকে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে ক্রমশ বেড়ে চলেছে রাজ্য রাজনীতিতে একের পর এক বিতর্ক। দীর্ঘদিন ধরেই চলছে সারদাকাণ্ডের তদন্ত। 2016 র বিধানসভা নির্বাচনের আগেই সারদা তদন্ত নিয়ে জোরদার চাঞ্চল্য সৃষ্টি হয় রাজ্যে। এবারেও বিধানসভা নির্বাচনের আগে সেই সারদাকাণ্ডের রেশ ধরে ইডি দপ্তরের ডেকে পাঠানো হলো রাজ্যের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষ। দীর্ঘদিন ধরেই সারদাকান্ডের তদন্ত চলছে।

এর আগেও কুণাল ঘোষ সারদা কান্ডের জেরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন। কুণাল ঘোষ বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে সারদা তদন্ত এখনো শেষ হয়নি। সিবিআইয়ের পাশাপাশি এই তদন্তভার হাতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, কিছুদিন আগেই সারদার অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে সিবিআই জেরা করে বেশ কিছু তথ্য উদ্ধার করেছে। আর সেই তথ্যের ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে কুণাল ঘোষকে জেরা করার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যের শাসকদলের অভিযোগের নিশানায় বিজেপি। তাঁদের দাবি, রাজনৈতিক অভিসন্ধি সাধনের জন্য এভাবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দল কোন তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করেনা। সূত্রের খবর, সমন পেয়ে কুনাল ঘোষ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে মঙ্গলবার সকালে হাজিরা দিয়েছেন কুণাল ঘোষ। তবে জানা গিয়েছে, কুণাল ঘোষের দাবি সারদা-কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত চালাক ইডি।

কুনাল ঘোষ জানিয়েছেন, সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠিতে নাম রয়েছে কোন, কোন নেতারা টাকা নিয়েছেন সে সময়। তবে তদন্ত নিয়ে তিনি জানিয়েছেন, এর আগে সারদা মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সাহায্য করেছেন যথাযথভাবে। আবারও সাহায্য করবেন। পাশাপাশি জানা গিয়েছে, যাবতীয় নথিপত্র কুণাল ঘোষ আজ হাজিরা দিচ্ছেন ইডির দপ্তরে। সবমিলিয়ে ভোটের আগে কুণাল ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। পাশপাশি দেখার, আগামী দিনে সারদা তদন্ত কোনদিকে মোড় নেয়!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!