নির্বাচনের আগে কি দিল্লিবাসী দুই হেভিওয়েট বিজেপি নেতা! জরুরী তলবে জল্পনা! জাতীয় বিজেপি রাজনীতি রাজ্য January 15, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে যথেষ্ট তৎপর, তা বলার অপেক্ষা রাখে না। এক মাসের মধ্যে একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসেছেন। জনসংযোগ করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার নির্বাচনের আগে দিল্লি থেকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হলো বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে। সূত্রের খবর, দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে উপস্থিত থাকবেন মুকুল রায়। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে কেন দিল্লিতে ডেকে পাঠানো হল, এখন তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে প্রতি মাসেই রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 30 জানুয়ারি তিনি আবার বাংলায় আসতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর অমিত শাহ এবার বঙ্গ সফর করলে বনগায় তিনি একটা সভা করবেন বলে খবর। আর এই পরিস্থিতিতে সেই অমিত শাহের বঙ্গ সফরের ব্যাপারে কি বাংলার দুই হেভিওয়েট নেতাকে ডেকে পাঠাল কেন্দ্রীয় নেতৃত্ব! জানা গেছে, দিল্লির বৈঠকে দিলীপ ঘোষ, মুকুল রায় ছাড়াও বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতারা উপস্থিত থাকবেন। তবে শুধুমাত্র অমিত শাহের সফরের ব্যাপারেই যে দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে ডাকা হয়নি, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অনেকে বলতে শুরু করেছেন, সাংগঠনিক বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে স্থির হতে পারে। আর তাই বাংলার দুই শীর্ষ নেতাকে সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, বিজেপি এবারে সুযোগ কোনোমতেই হাতছাড়া করতে চায় না। তারা যে এবার বাংলা দখলে যথেষ্ট উদ্যত, তা বিজেপির কেন্দ্র এবং রাজ্যের নেতৃত্বের পদক্ষেপেই স্পষ্ট হয়ে গিয়েছে। মাঝেমধ্যেই রাজ্যে এসে ঝড় তুলছেন বিজেপির কেন্দ্রীয় স্তরের হাইপ্রোফাইল নেতারা। আর এবার অমিত শাহের সফরের আগে বাংলার দুই বিজেপি নেতাকে জরুরীভিত্তিতে দিল্লিতে তলব করে ঠিক কী বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব, তার দিকেই নজর রয়েছে সকলের। তবে এই বৈঠকে অমিত শাহের সফরের পাশাপাশি আগামী নির্বাচনের আগে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের এই বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -