এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘নির্বাচনের সময় মানুষকে ভিক্ষা দেওয়া হচ্ছে’ জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা!

‘নির্বাচনের সময় মানুষকে ভিক্ষা দেওয়া হচ্ছে’ জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা বাজার অনেক আগে থেকেই টাকা দিয়ে বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এই অভিযোগ আরও বেশী করে করতে শুরু করেছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। জমজমাট হয়ে উঠেছে লড়াই। আর এই পরিস্থিতিতে নির্বাচনের সময় মানুষদের ভিক্ষা দেওয়া হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বস্তুত, সোমবার পুরুলিয়ায় দলীয় জনসভায় উপস্থিত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করতে দেখা যায় তাকে। যেখানে ভোটের সময় মানুষকে পাঁচশো, হাজার টাকা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের সময় মানুষদের 500, 5000 টাকা দিচ্ছে বিজেপি। ব্যাঙ্ক, কয়লা বিক্রি করে দিচ্ছে। রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া বিক্রি করছে। নির্বাচনের সময় লোকজনকে ভিক্ষা দিচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, বারবার তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের সময় বিজেপির পক্ষ থেকে টাকা ছড়ানো হবে। তবে সেই টাকায় যাতে কেউ প্রলোভিত না হয়, তার জন্য আবেদন করেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। এমনকি সারা বছর তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকে, তাই সকলে যাতে তৃণমূলকে সমর্থন করেন, সেই কথা বলতে দেখা গেছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এই পরিস্থিতিতে নন্দীগ্রামে আহত হওয়ার পর প্রকাশ্য জনসভায় উপস্থিত হয়ে বিজেপির বিরুদ্ধে নির্বাচনের সময় টাকা ছড়ানোর অভিযোগ করে সরব হলেন তৃণমূল নেত্রী। যাকে কেন্দ্র করে এবার নির্বাচনী ময়দান আরও উত্তপ্ত হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!