এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নির্বাচন শেষ হতেই তৃণমূল প্রার্থীর বাড়িতে হাজির বিজেপি প্রার্থী! জল্পনা তুঙ্গে!

নির্বাচন শেষ হতেই তৃণমূল প্রার্থীর বাড়িতে হাজির বিজেপি প্রার্থী! জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সৌজন্যে এবং সংস্কৃতির শহর হিসেবে পরিচিত বালুরঘাট। সপ্তম দফায় গত 26 এপ্রিল এই বালুরঘাট বিধানসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনী এখানে ত্রিমুখী লড়াই হয়েছে বলে মনে করা হচ্ছে। একদিকে তৃণমূলের প্রার্থী বালুরঘাটের স্থায়ী বাসিন্দা বিশিষ্ট আইনজীবী শেখর দাশগুপ্ত, অন্যদিকে বিজেপি প্রার্থী, যাকে তৃণমূলের পক্ষ থেকে “বহিরাগত” বলে প্রচারে আক্রমণ করা হয়েছিল সেই বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। এছাড়াও বালুরঘাটবাসি হিসেবে পরিচিত সংযুক্ত মোর্চার প্রার্থী হয়েছিলেন সুচেতা বিশ্বাস।

নির্বাচনী ময়দানে একে অপরকে উদ্দেশ্য করে প্রত্যেকেই আক্রমণ করতে শুরু করেছিলেন। তবে সংস্কৃতির শহর হিসেবে পরিচিত বালুরঘাটে নির্বাচনের সময় তেমন কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। নির্বাচনী প্রচারে বারবার বিজেপি প্রার্থীকে “বহিরাগত” বলে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচন শেষ হতে না হতেই তৃণমূলের কথা মত সেই “বহিরাগত” প্রার্থী বিজেপির অশোক লাহিড়ী গিয়ে উপস্থিত হলেন তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তর বাসভবনে। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলা রাজনীতিতে।

সূত্রের খবর, নির্বাচনী প্রক্রিয়া শেষ হতে না হতেই মঙ্গলবার বালুরঘাট বাসস্ট্যান্ডে তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে উপস্থিত হন বিজেপি প্রার্থী ডঃ অশোক লাহিড়ী। যেখানে তৃণমূল প্রার্থীর পক্ষ থেকে তাকে আপ্যায়ন করা হয়। খাওয়ানো হয় মিষ্টি। প্রতিপক্ষ হলেও দুই প্রার্থীকে বেশ কিছুক্ষণ খোশমেজাজে আড্ডা দিতেও দেখা যায়। রাজনৈতিক লড়াই যতই থাকুক না কেন, বালুরঘাটের মাটিতে দুই প্রার্থীর ভোট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই এই সৌজন্য বিনিময় এখন রীতিমত নজর কেড়েছে সকলের।

একাংশ বলছেন, নির্বাচনের সময় দোল উৎসব পড়েছিল। আর সেই সময় বিজেপি প্রার্থী অশোক লাহিড়ীকে রাস্তায় দেখে সৌজন্য বিনিময় করতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্ত। অশোক বাবুর কপালে টিপ পড়াতে উদ্যত হয়েছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু তাতে “না” জানিয়ে দেন বিজেপি প্রার্থী। যা নিয়ে এই ঘটনাকে হাতিয়ার করে “বিজেপি প্রার্থী বিন্দুমাত্র সৌজন্যতা জানেন না” বলে নির্বাচনী প্রচারে সরব হয়েছিল তৃণমূলের নেতাকর্মীরা।

আর ভোট শেষ হওয়ার সাথে সাথেই এবার তৃণমূল প্রার্থীর বাড়িতে উপস্থিত হয়ে সংস্কৃতির শহরে সৌজন্যতার বার্তা দিয়ে রীতিমত মাস্টারস্ট্রোক দিলেন বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই গোটা ঘটনাকে একাংশ সৌজন্য হিসেবে দেখলেও, অনেকে আবার রাজনৈতিক জল্পনা হিসেবে দেখতে শুরু করেছেন। তাহলে কি এর মধ্যে অন্য কোনো গল্প রয়েছে?

ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূল প্রার্থী শেখর দাশগুপ্তকে ফোন করা হলে তিনি “নো কমেন্ট” বলে জানিয়ে দেন। অন্যদিকে এই ব্যাপারে বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী বলেন, “এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। বেশ ভালো মানুষ। উনি বালুরঘাটের মানুষ বিশিষ্ট আইনজীবী হিসেবে পরিচিত। ওনার সঙ্গে দেখা করতে এসেছিলাম।” বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল কি হবে, তা সময় বলবে।

কিন্তু নির্বাচনের পর যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে, সেখানে প্রতিপক্ষ দুই প্রার্থীর এই সৌজন্য বিনিময় বালুরঘাটকে আবার শান্ত শহর হিসেবে গোটা বাংলার কাছে প্রতিষ্ঠিত করল বলেই দাবি করছেন সকলে। নির্বাচনী ফলাফলের পরেও এই আবহ অটুট থাকুক গোটা রাজ্যে। বালুরঘাট থেকে শিক্ষা নিক গোটা বাংলা – এমনটাই দাবি করছেন জনতা জনার্দন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!