এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নির্বাচন ঘোষণা হতেই শারীরিক ভাষা বদলে গিয়েছে” বিরোধীদের কটাক্ষ অভিষেকের!

“নির্বাচন ঘোষণা হতেই শারীরিক ভাষা বদলে গিয়েছে” বিরোধীদের কটাক্ষ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে এক দফায় জুলাই মাসে পঞ্চায়েত নির্বাচন করার দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আর তারপরেই নানা মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিরোধীদের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজ্য পুলিশ দিয়ে কোনোমতেই নির্বাচন সম্ভব নয়। আর এই পরিস্থিতিতে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, নির্বাচন ঘোষণা হওয়ার পর বিরোধীদের শারীরিক ভাষা বদলে গিয়েছে। প্রার্থী খুঁজতে তাদের ল্যাজে গোবরে দশা।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “দেখবেন, নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথেই বিরোধীদের শারীরিক ভাষা বদলে গিয়েছে। নির্বাচনে লড়াই করা তো দূরের কথা, প্রার্থী খুঁজতেই ওদের ল্যাজেগোবরে দশা হয়েছে।”

অনেকে বলছেন, নির্বাচন কমিশন তৃণমূলের হাতের পুতুলে পরিণত হয়েছে। পাঁচ বছর আগে পঞ্চায়েত নির্বাচনে এভাবেই এক দফায় ভোটে সন্ত্রাস করে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে এবার মুখে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কথা বললেও নির্বাচন ঘোষণার সাথে সাথেই যেভাবে প্রার্থী খুঁজতে গিয়ে বিরোধীদের চাপ বাড়ছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে নানা মহলে তৈরি হয়েছে আশঙ্কার বাতাবরণ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!