এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনে ব্যর্থতার পর, এবার কার্যভার থেকে অব্যাহতি নিতে চাইছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা

নির্বাচনে ব্যর্থতার পর, এবার কার্যভার থেকে অব্যাহতি নিতে চাইছেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে একেবারেই আশানুরূপ সাফল্য আসেনি বিজেপির। এরপর থেকেই রাজ্যে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। একাধিক নেতা-কর্মী তাঁর বিরুদ্ধে প্রবল ভাবে ক্ষুব্দ। তাই এবার রাজ্য বিজেপির পর্যবেক্ষকের ভূমিকা থেকে সরে আসতে চাইছেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্য বিজেপির দুই সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন বা অমিত মালব্য পর্যবেক্ষকদের দায়িত্ব নিতে পারেন। ভোট পরবর্তী সময়ে রাজ্যে এসেছিলেন পাঞ্জাবের বিজেপি নেতার তরুণ চুঘ। কিন্তু, ভোটের ফলাফলের পর কৈলাস বিজয়বর্গীয়কে আর রাজ্যে আসতে দেখা যায়নি।

জানা যাচ্ছে, বিজেপির একটা বড় অংশ কৈলাস বিজয়বর্গীয়র প্রতি ব্যাপকভাবে ক্ষুব্ধ। দলের পরাজয়ের জন্য তাঁরা কৈলাস বিজয়বর্গীয়কেই দায়ী করে থাকেন। এই অবস্থায় কৈলাশ বিজয়বর্গীয়র পরিবর্তে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্বে আনার সম্ভাবনা রয়েছে। তবে, পশ্চিমবঙ্গে এখন তেমন কোনো নির্বাচন না থাকায়, বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পরিবর্তে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে বিজেপি। কৈলাস অব্যাহতি নিলে দলের সাংগঠনিক কর্ম দেখবেন কেন্দ্রীয় বিজেপি নেতা শিবপ্রকাশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগে বিজেপির বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত হয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু বৈঠকে তাঁকে কিছু বলতে দেখা যায়নি। এ প্রসঙ্গে বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন যে, বিধানসভা নির্বাচনে আসানুরূপ ফল না হওয়ার কারণে, জেলা ও রাজ্য স্তরের বেশ কিছু নেতা ক্ষুব্ধ হয়েছেন। এই অবস্থায় কৈলাস বিজয়বর্গীয় আর রাজ্যে আসতে চাইছেন না। আবার, মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। বিধানসভা নির্বাচনে প্রার্থী বাছাই করার ক্ষেত্রে মুকুল রায়ের পরামর্শকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

এরপর মুকুল রায় বিজেপি ছেড়ে যাওয়ায় কৈলাস বিজয়বর্গীয় আরো বিপাকে পড়েছেন। দলের অনেকেই কটাক্ষ করেছিলেন যে, তাঁকেও যেন তৃণমূলে নিয়ে নেওয়া হয়। এ প্রসঙ্গে বিজেপির এক রাজ্য নেতা জানিয়েছেন যে, মুকুল রায়কে নিয়ে অনেক নাচানাচি করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। সেসময় তিনি কারও কথা শুনতেন না। এখন মুকুল রায়ের মুখ পোড়াবার পর, তিনি আর মুখ দেখাতে চাইছেন না। সরাসরি নিজের মুখে কিছু না বললেও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!