এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনে জিতলেই এনআরসি করবে বিজেপি? মমতার কথায় চাঞ্চল্য!

নির্বাচনে জিতলেই এনআরসি করবে বিজেপি? মমতার কথায় চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা বাজার অনেক আগে থেকেই বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা হলে এনআরসির নাম করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরির চেষ্টা করা হবে বলে অভিযোগ করতে দেখা যেত তৃণমূল কংগ্রেসকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দুই দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ছয় দফার নির্বাচন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, দুই দফার নির্বাচনে তারা অত্যন্ত ভালো ফল করবে। এমনকি রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসের সরকার বিদায় নিচ্ছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী।

আর এই পরিস্থিতিতে সকলেই তাকিয়ে রয়েছে নির্বাচনী ফলাফলের দিকে। তবে পরবর্তী দফাগুলোতে যাতে বিজেপিকে চাপে ফেলে দেওয়া যায়, তার জন্য পাল্টা প্রচার করতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার বিজেপি জয়লাভ করলে এনআরসি করবে বলে বিস্ফোরক দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির কথা বলে বিজেপির বিরুদ্ধে জনমতকে এককাট্টা করার চেষ্টা করে গেরুয়া শিবিরের হাওয়াকে ফিকে করে দেওয়ার চেষ্টা করলেন বলেই দাবি পর্যবেক্ষকদের।

সূত্রের খবর, আজ আমতায় একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে এনআরসি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “বিজেপি জিতলে এনসিআর, এনপিআর করবে। ধর্মের নামে বিজেপি বিভাজনের রাজনীতি করছে।” স্বাভাবিক ভাবেই তৃণমূল নেত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, এমনিতেই এনআরসি নিয়ে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তবে বিজেপি যেনতেন প্রকারেন বাংলার নির্বাচনে ভালো ফল করতে মরিয়া। তাই সামনের যে সমস্ত বিধানসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, সেখানে যাতে মানুষ কোনোভাবেই বিজেপিকে সমর্থন না করেন, তার জন্য বিজেপি জিতলে এনআরসি করবে বলে সুকৌশলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী।

তবে প্রকাশ্য সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বললেও, তাকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন এইসব বলে মানুষের মন পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এসব করে লাভের লাভ কিছু হবে না। বাংলায় এবার পরিবর্তন হবে। একাংশের দাবি, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে প্রচারের সুর বেঁধে দেওয়ার চেষ্টা করলেন।

মানুষের বাড়িতে গিয়ে যাতে বিজেপির বিরুদ্ধে এই সমস্ত কথা দলের নেতাকর্মীরা তুলে ধরে তৃণমূলের ভোট নিশ্চিত করে, তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধীতায় এই নতুন ইস্যুকে সামনে আনলেন বলেই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!