এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবার প্রাক্তন রাজ্যপাল

নির্বাচনে মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবার প্রাক্তন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার, সেই সঙ্গেই তিনি জানিয়েছিলেন যে, তাঁর নিজের কেন্দ্র ভবানীপুরকেও তিনি নিরাশ করবেন না। সম্ভব হলে দুটি কেন্দ্র থেকেই তিনি লড়াই করতে পারেন। এবার মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে পারেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এ বিষয়ে তিনি নিজেও সম্মতি দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা যাচ্ছে।

অনেকটা সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়। ২০১৪ সাল পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি জড়িত ছিলেন। ২০০৯ সালে উত্তর কলকাতা ও ২০১৪ সালে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে, সাফল্য আসেনি। এরপর ত্রিপুরা, পরে মেঘালয় রাজ্যের রাজ্যপাল হওয়ার পর প্রত্যক্ষ রাজনীতি থেকে কিছু সময়ের জন্য সরে গিয়েছিলেন তিনি। তবে গত ২০২০ সালের ১৮ ই আগস্ট রাজ্যপাল পদের মেয়াদ শেষ হয়েছে তাঁর। এরপর আবার তিনি প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করবেন বলে জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথাগত বাবুর ঘনিষ্ঠ বিজেপির নেতা কর্মীরা এ প্রসঙ্গে জানিয়েছেন যে, বিজেপি নেতৃত্ব ইচ্ছুক যে, ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করুন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। তথাগত বাবু নিজেও এই ইচ্ছা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে জানিয়েছেন, “মারি তো গন্ডার, লুটি তো ভাণ্ডার।” খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকেই লড়াই করবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে গন মাধ্যমে বিজেপির বর্ষিয়ান নেতা জানিয়েছেন যে, নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেন, তবে কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন? তা নির্ধারণ করার দায়িত্ব তাঁর নয়। কোন কেন্দ্র তাঁর পছন্দ থাকতেই পারে, কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতারাই নেবেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় পরাজিত হয়েও, বেশ কিছু বিধানসভা এলাকায় উল্লেখযোগ্য ফল ছিল বিজেপির। রাসবিহারীতে বিজেপি এগিয়ে যায়, ভবানীপুরে তৃণমূল ও বিজেপির ব্যবধান খুব বেশী ছিল না। আবার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন কাউকে প্রার্থী করতে বিজেপি ইচ্ছুক যে, যার ভাবমূর্তি যেমন থাকবে, তেমনি রাজনৈতিক অভিজ্ঞতাও থাকবে। সেদিক থেকে এই বর্ষীয়ান বিজেপি নেতা যথেষ্ট উপযুক্ত বলেই মনে করছে বিজেপি শিবির। তবে, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পূর্বে এ বিষয়ে কোনো বক্তব্য রাখতে চান না বিজেপি নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!