এখন পড়ছেন
হোম > অন্যান্য > নির্বাচনে পরাজয়ের পর এবার কি দলবদলের চিন্তাভাবনা করছেন শ্রাবন্তী? বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা

নির্বাচনে পরাজয়ের পর এবার কি দলবদলের চিন্তাভাবনা করছেন শ্রাবন্তী? বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির আলো করে দলের প্রার্থী হয়েছিলেন একের পর এক তারকা। যদিও তাঁদের মধ্যে সাফল্যের মুখ দেখতে পেরেছেন সীমিত কিছু ব্যক্তি। বেহালা পশ্চিম থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের কিছু সময় আগেই নাটকীয় ভাবে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তাঁর মতো একাধিক তারকা যোগদান করেছিলেন বিজেপিতে। তবে, নির্বাচনের সাফল্য আসেনি তাঁর। আর তারপর থেকে রাজনীতির সঙ্গে তাঁর তেমন একটা যোগাযোগ দেখা যাচ্ছে না, পরিবর্তে রুপোলি পর্দার জগতেই আবার বিচরণ করতে শুরু করেছেন তিনি।

নির্বাচনে পরাজয়ের পর রুপোলি পর্দার জগতে পুরোপুরি ভাবে সম্পৃক্ত হয়ে পড়েছেন তিনি। ইতিমধ্যেই তাঁর একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। যার নাম হলো ‘দুজনে’। আবার বনি সেনগুপ্তর সঙ্গে ছোটপর্দাতে একটি ছবি করেছেন তিনি। যার নাম হল ‘আজব প্রেমের গল্প’। আবার কিছুদিন ধরে তাঁর বন্ধু অভিরুপ নাগ চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে দেখা যাচ্ছে তাঁর। জন্মদিনে হীরের আংটি বন্ধুকে উপহার দিয়ে বাড়িয়ে দিচ্ছেন নানা গুঞ্জন। আর, এই পরিস্থিতিতে তাঁর একটি ছবি যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে রাজনীতি মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেখা যাচ্ছে ইনস্টাগ্রামে লাল জ্যাকেট পরা তাঁর একটি ছবি পোস্ট করেছেন তিনি। যা থেকে শুরু হয়েছে নানা জল্পনা। অনেকে মনে করছেন, পরাজয়ের পর এবার কি শিবির বদলের পরিকল্পনা করছেন তিনি? যোগ দিতে পারেন কি তিনি বামফ্রন্ট শিবিরে? এমন জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তাঁর এই ছবিতে লাল সেলাম কমেন্ট লিখে করতে দেখা গিয়েছে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। যার উত্তরে একটা হাসির ইমোজি দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তবে, তাঁর লাল জ্যাকেট পরা ছবি যথেষ্ট জল্পনা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। কারণ, নির্বাচনে ভরাডুবির পর যেভাবে দলের ভাঙ্গন শুরু হয়েছে। একের পর এক নেতা কর্মীরা যেভাবে বিজেপি ছাড়তে শুরু করেছেন। অভিনেত্রীও যদি দল ত্যাগ করে অন্য দলে চলে যান। তবে, তা দলের কাছে যথেষ্ট বড় ধাক্কা হবে বলেই, রাজনৈতিক বিশ্লেষকদের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!