এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার সরাসরি জনতার দরবারে যাওয়ার উদ্যোগ সিপিএমের

নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর এবার সরাসরি জনতার দরবারে যাওয়ার উদ্যোগ সিপিএমের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১১ সাল থেকে সিপিএমের যে রক্তক্ষরণ শুরু হয়েছে, তা থেকে এখনো দলের রেহাই মেলেনি। বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আব্বাস সিদ্দিকীর দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজ্য রাজনীতিতে একটা বড়সড় দাগ কাটতে চেয়েছিল সিপিএম। কিন্তু তাদের এই উদ্যোগ সফল হয়নি। একটিও আসন না পেয়ে, একেবারে শূন্য হাতে ফিরতে হয়েছে সিপিএমকে। এদিকে অনেকেই অভিযোগ করেছেন, সাধারণ জনতা থেকে যেন কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাম নেতৃত্ব।

কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে একাধিক আন্দোলনে যোগদান করেও সাম্প্রতিক বিভিন্ন সমস্যা থেকে দূরে সরে রয়েছেন তাঁরা। তত্ত্বকে অধিক গুরুত্ব দিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অজান্তেই যেন একটা দূরত্ব তৈরি করে ফেলেছে বাম নেতৃত্ব। মানুষের সুবিধা অসুবিধা নিয়ে বড়সড় কোন আন্দোলন গড়ে তুলতে পারেন নি তাঁরা। এবার এই অবস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল সিপিএম। এবার সরাসরি জনতার দরবারে পৌঁছে যাবার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমেই শুধু বক্তব্য রাখা নয়, এবার থেকে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করবেন দলের নেতাকর্মীরা। দলের পুরোনো কর্মীদের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের ছাত্র-যুব কর্মীরাও মানুষের কাছে যাবেন। সমস্ত সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে যে, নিজের এলাকার মানুষের সঙ্গে গিয়ে যোগাযোগ করতে হবে।

ভোটে কেন এমন শোচনীয় পরাজয় এসেছে, তার কারণ খুঁজতে মানুষের কাছে যেতে হবে। ভোটের পরাজয়ের কারণ হিসেবে দলের কর্মীরা কি মনে করছেন? তার রিপোর্ট জমা দিতে হবে আঞ্চলিক কমিটির কাছে। এরপর সেই রিপোর্ট জমা পড়বে জেলা কমিটির কাছে, জেলা কমিটির হাত থেকে সেই রিপোর্ট রাজ্য কমিটির কাছে পৌঁছানো হবে।

সম্প্রতি, সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত ১৯, ২০ সে জুন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠক চলে। এই বৈঠকে সীতারাম ইয়েচুরি সহ একাধিক পলিটব্যুরো সদস্য ভার্চুয়াল ভাবে যোগদান করেছিলেন। বেশ কিছু সদস্য লিখিতভাবে নিজেদের মতামত জানিয়েছেন। এই বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে দল আরো বেশি করে মানুষের কাছে পৌছাবার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল থেকে শুরু করে আগামী ৫ ই জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, সেই সঙ্গে সঙ্গেই এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়েছে দলের কর্মীদের। মানুষের সঙ্গে কথা বলে নির্বাচনে বিপর্যয়ের কারণ অনুসন্ধান করবে সিপিএম। তবে বিষয়টি যে দু-একদিনের ব্যাপার নয়, সেটাও বুঝতে পারছেন দলের নেতাকর্মীরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!