নির্বাচনে ভরাডুবির পর দিলীপ ঘোষই কি থাকবেন রাজ্য সভাপতির দায়িত্বে? নাকি আসতে চলেছেন নতুন মুখ জাতীয় বিজেপি রাজনীতি রাজ্য July 14, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকেই দলের একাংশ রাজ্য সভাপতির ওপর যথেষ্ট ক্ষুব্ধ। এমনকি তাঁকে অপসারণের দাবি পর্যন্ত উঠতে থাকে দলের একাংশের মধ্য থেকে। এদিকে এ বছরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। তাই তাঁর পরিবর্তে অন্য কোন লড়াকু নেতাকে রাজ্য সভাপতির দায়িত্বে আনার দাবি উঠেছিল। অনেকে মনে করেছিলেন, এবার কোন মহিলা নেত্রী বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিতে পারেন। তবে, শেষ পর্যন্ত কোন কিছুই হয় নি। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে থেকে যাচ্ছেন দিলীপ ঘোষই। এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর যথেষ্ট আস্থা রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের। তাই তাঁর ক্ষমতার পরিসর আরও বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে নিশ্চিত করতেই দিল্লি গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে গত সোমবার তিনি বৈঠক করেন। এই বৈঠকে তিনি জানান, তাঁর এখন বয়স হয়েছে। তাই দল যদি যায়, তবে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব ছেড়ে দিয়ে আবার সংঘের কাজে মনোযোগ দিতে ইচ্ছুক রয়েছেন তিনি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আবার, রাজ্য বিজেপির সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন তিনি। বিশেষকরে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিজেপি কর্মীদের ওপর যেভাবে বারবার মারধর, হামলার ঘটনা ঘটেছে, এ বিষয়টিও তিনি জানিয়েছেন জে পি নাড্ডার কাছে। আবার দলের বেশ কিছু হেভিওয়েট নেতার বিস্ফোরক হয়ে ওঠা নিয়েও বক্তব্য রেখেছেন তিনি জে পি নাড্ডার কাছে। তাঁর সমস্ত বক্তব্য শোনার পর তাঁকে আশ্বস্ত করা হয়েছে বলে, বিজেপি সূত্রে জানা যাচ্ছে, তাঁকে রাজ্য বিজেপির পাহারাদার বলে অভিহিত করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জে পি নাড্ডা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির এখনও যথেষ্ট প্রয়োজন আছে। তাই তাঁর ক্ষমতা বৃদ্ধির হবারও সম্ভাবনা আছে। অর্থাৎ, গত সোমবারের বৈঠকে এটা স্পষ্ট যে, রাজ্য বিজেপির দায়িত্বে থাকতে চলেছেন তিনিই। এখনই তাঁর পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। এদিকে কলকাতা ফেরার পর আবার আজ সকাল ছটার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে বিজেপির সংসদীয় দলের সঙ্গে কাশ্মীরে যাবার সম্ভাবনা রয়েছে তাঁর। একেবারে সংসদ অধিবেশন শেষ করে কলকাতা ফিরবেন তিনি। আপনার মতামত জানান -