এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনে ভোটারদের ঘুষ দেয়ার অভিযোগে জরিমানা ও জেল যাত্রা হেভিওয়েট সাংসদের

নির্বাচনে ভোটারদের ঘুষ দেয়ার অভিযোগে জরিমানা ও জেল যাত্রা হেভিওয়েট সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের সময় ভোটদাতাদের প্রত্যেককে ৫০০ টাকা করে ঘুষ দেবার অভিযোগে জেল যাত্রা ও জরিমানা করা হলো তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতির লোকসভার সাংসদ মালোথ কবিতাকে। তাঁর সঙ্গে সঙ্গে তাঁর ঘনিষ্ঠ টিআরএস নেতা শওকত আলীকেও কারাবাস ও জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতির সাংসদ মালোথ কবিতা সমস্ত ভোটারদের ৫০০ টাকা করে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সেসময় তাঁর হয়ে ৫০০ টাকা করে ঘুষ সমস্ত মানুষের হাতে তুলে দিয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ শৌকত আলী। রেভিনিউ আধিকারিকেরা গ্রেপ্তার করে শৌকত আলীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তাদের দু’জনকেই নামেই নামপাল্লির স্পেশ্যাল সেশন কোর্টে মামলা করা হয়। এই মামলায় প্রথম অভিযুক্ত করা হয় শৌকত আলীকে, দ্বিতীয় অভিযুক্ত করা হয় সাংসদ মালোথ কবিতাকে। দুজনকে ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেনারেল জি নারায়ণা জানিয়েছেন যে, শৌকত আলীকে হাতেনাতে পাকড়াও করেছিলেন রেভিনিউ অফিসারেরা। তাদের জেরার কাছে তিনি স্বীকার করেছেন যে, সাংসদ মালোথ কবিতার হয়ে ৫০০ টাকা করে তিনি মানুষকে ঘুষ দিয়েছেন। এই টাকা সাংসদ মালোথ কবিতাই তাঁর হাতে দিয়েছিলেন।

ইতিপূর্বে, বিধায়ক, সাংসদদের নামে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে। জনগণকে বক্তব্যের মাধ্যমে প্রভাবিত করা, ভয় দেখাবার মতো অভিযোগও উঠেছে বারবার। কিন্তু সরাসরি ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগ ইতিপূর্বে দেখা যায়নি। তাঁদের এই কাণ্ডে বিস্মিত রাজনীতি মহল। তবে উচ্চতর আদালতে আবেদন জানিয়ে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তাঁরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!