এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > নির্বাচনের আগে মিতালী দুই বঙ্গের

নির্বাচনের আগে মিতালী দুই বঙ্গের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েক বছর ধরেই কলকাতা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল করছে। এবার উত্তরবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত একটি ট্রেন চালু হতে চলেছে। জানা যাচ্ছে, আগামী ২৭ সে মার্চ উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত একটি ট্রেন চালু হতে চলেছে। আগামী ২৭ সে মার্চ এই ট্রেনটি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।

জানা গেছে বাংলাদেশ থেকে ভারতে আসা ট্রেনের নাম সেদেশ থেকে দেয়া হয়েছে মিতালী এক্সপ্রেস, যে নাম রেখেছেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দ্রীয় সরকার যদি এই নামে সম্মতি জানায়, তবে, ভারত থেকে বাংলাদেশ গামী ট্রেনের নামও মিতালী এক্সপ্রেস রাখা হবে। গতকাল বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এই ট্রেন সম্পর্কে জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে, গত ৭ ই মার্চ বাংলাদেশের রেলপথ মন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন ঘোষণা করেছিলেন যে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিনে ২৬ সে মার্চ ঢাকা থেকে চিলাহাটি হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। তিনি জানিয়েছিলেন, সেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী একসঙ্গে ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের উদ্বোধন করবেন।

রেল সূত্রে জানা গেছে, নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেনটি রবিবার ও বুধবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। অন্যদিকে ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এর ভাড়া হবে ২২০০ টাকা।

ট্রেনটি ননস্টপ। তবে, নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্তও এই ট্রেনে যাতায়াত করা যাবে। সেজন্য কিছু বগিকে আলাদা করে রাখা হবে। যেগুলি নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনের সঙ্গে জুড়ে দেয়া হবে। নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি যেতে গেলে খরচ হবে ৭০০ টাকা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!