এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের আগেই করোনা আক্রান্ত হেভিওয়েট তৃণমূল প্রার্থী, বিড়ম্বনায় শাসকদল!

নির্বাচনের আগেই করোনা আক্রান্ত হেভিওয়েট তৃণমূল প্রার্থী, বিড়ম্বনায় শাসকদল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বৃহস্পতিবার রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচন। ইতিমধ্যেই বাংলায় যখন নির্বাচন চলছে, তখন করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় কার্যত অস্বস্তি বাড়ছে বিভিন্ন মহলে। চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞ, সকলেই সকল রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রার্থীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন।

ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রার্থীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ষষ্ঠ দফার নির্বাচনের আগে এবার সেই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন খড়দা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা। যার ফলে নেতা থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর, বুধবার তৃণমূল প্রার্থী কাজল সিনহার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। আর এর পরেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে নির্বাচনের আগে এভাবে তৃণমূল প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাওয়ায় এখন রীতিমত অস্বস্তিতে পড়েছে শাসক দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন তৃণমূল প্রার্থীর সঙ্গে যে যে নেতা-কর্মীরা ছিলেন, তাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। পাশাপাশি নির্বাচনের আগের দিন যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রার্থী, তাতে নির্বাচনের সময় তার অনুপস্থিতিকে কেন্দ্র করে এখন যে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল ঘাসফুল শিবির, তা বলার অপেক্ষা রাখে না।

বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। নির্বাচন চলার কারণে বাংলায় কযোনা বিধি ঠিকমত না মানায় তা ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত হতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর এবার নির্বাচনের আগের দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন খড়দা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা। তবে দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য তার অনুগামীরা প্রার্থনা করতে শুরু করেছেন। সব মিলিয়ে করোনা ভাইরাসকে পরাজিত করে কবে সুস্থ হন এই হেভিওয়েট তৃণমূল প্রার্থী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!