এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের আগে বড় প্রাপ্তি মমতার, গান বাঁধলেন সুমন!

নির্বাচনের আগে বড় প্রাপ্তি মমতার, গান বাঁধলেন সুমন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে আটকাতে সবদিক থেকেই চেষ্টার কোনো খামতি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই “বাংলা নিজের মেয়েকেই চাই” এই শ্লোগানকে সামনে রেখে বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে উদ্যত হয়েছে ঘাসফুল শিবির। অপেক্ষা প্রার্থী ঘোষণার। আর তার মাঝেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে মানুষের মনে নতুন করে জায়গা করে দিতে বড় পদক্ষেপ গ্রহণ করলেন বিশিষ্ট গায়ক কবীর সুমন।

সূত্রের খবর, বুধবার ফেসবুকে তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে একটি গান পোস্ট করেছেন। স্বাভাবিক ভাবেই নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কবীর সুমনের এই গান পোস্ট করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, কবীর সুমনের গানের লাইনে রয়েছে বাংলা থাকুক বাংলায়, বাংলা থাকুক মমতায়। বাংলায় চাই বাংলার মেয়ের সহানুভূতিতে ক্ষমতায়। মমতা থাকেন পাশে, কাজে আর অবকাশে।”

আর এর পরেই বিজেপিকে আক্রমণ করে কবীর সুমন নিজের গান লেখেন, “তোমাকেই চায় মমতা বাংলা, বারবার বারবার। বর্গী হানা রুখতে মমতা, তোমাকেই দরকার।” শুধু তাই নয়, নিজের এই গানের মধ্যে দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে, তার কথাও তুলে ধরেছেন কবীর সুমন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, মাঝে কবীর সুমনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেকটাই দূরত্ব তৈরি হয়েছিল। প্রকাশ্যে তৃণমূলের এই প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের অনেক নীতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু বেশ কিছুদিন হল, তিনি আবার তার প্রাক্তন দলের ঘনিষ্ঠ হতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন যুগিয়ে কবীর সুমনের এই ধরনের গান সৃষ্টি ঘাসফুল শিবিরকে অনেকটাই উজ্জীবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের অনেকে বলছেন, বাংলার বিশিষ্ট মুখদের এখন নিজেদের দিকে টানতে শুরু করেছে গেরুয়া শিবির‌। যেনতেন প্রকারেন পরিবর্তন আনতে রীতিমত মরিয়া হয়ে উঠেছে তারা। সেদিক থেকে তৃণমূল কংগ্রেসকে কুপোকাত করতে নানা ব্লু প্রিন্ট তৈরি করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আর এই পরিস্থিতিতে “বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দরকার” বলে গান রচনা করে ফেললেন কবীর সুমন। সব মিলিয়ে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সমর্থনে বিশিষ্ট সঙ্গীতশিল্পীর এই সৃষ্টি কতটা সাড়া ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!