নির্বাচনের দিকে তাকিয়ে বড় পদক্ষেপ মুকুল রায়, স্বপন দাশগুপ্তের! জেনে নিন বিজেপি রাজনীতি রাজ্য January 17, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় থেকে তারা রাজনীতি করলেও, দুজনেই দিল্লির ভোটার। স্বাভাবিকভাবেই এই কারণে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে কথা শুনতে হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এবার দিল্লি ছেড়ে পশ্চিমবঙ্গের ভোটার হয়ে গেলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত এবং সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি মুকুল রায়। যাকে কেন্দ্র করে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ দিল্লির ভোটারের কারণে মুকুল রায়কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। আর তারপরেই এদিন মুকুল রায় এবং স্বপন দাশগুপ্তের এই ধরনের পদক্ষেপ যে সেই তৃণমূলের মুখ বন্ধ করার অন্যতম চেষ্টা, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। বলা বাহুল্য, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বাংলায় সর্বভারতীয় বিজেপি নেতাদের আগমন বৃদ্ধি পাচ্ছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে ক্রমশ সেই সমস্ত বিজেপি নেতাকে বহিরাগত বলে আক্রমণ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে দুই বাঙালি মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত যখন বিজেপির হয়ে ব্যাটিং করছেন, তখন দিল্লির ভোটার হওয়ার কারণে তাদের অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছিল। তাই শেষ পর্যন্ত তারা বাংলার ভোটার হয়ে গেলেন। সূত্রের খবর, সদ্য যে নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে, বীজপুর বিধানসভা কেন্দ্রের ভোটার হয়েছেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি মুকুল রায়। অন্যদিকে স্বপন দাশগুপ্ত বালিগঞ্জের ভোটার হয়েছেন। জানা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে তিনি বাসন্তী দেবী কলেজের ভোটদান কেন্দ্রে ভোট দেবেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অনেকে বলছেন, খুব কৌশলগতভাবে মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত এই সিদ্ধান্ত নিয়েছেন। কেননা অতীতে লোকসভা নির্বাচনের সময় মুকুল রায় বাংলায় থাকলেও, তা নিয়ে প্রশ্ন করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। যেখানে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে চিঠি দিয়ে আপত্তি তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, তিনি দিল্লির ভোটার। বাংলার ভোটের দিনের আগে এখানে আসছেন কেন! স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক চাপে পড়েন মুকুল রায় এবং ভারতীয় জনতা পার্টি। তাই এবার রাজ্যের ভোটার হয়ে যাতে রাজ্যে থেকে সংগঠনকে চাঙ্গা করতে পারেন মুকুল রায় এবং স্বপন দাশগুপ্ত, তার জন্য তাদের এই পদক্ষেপ বলে মনে করছেন একাংশ। এর ফলে তৃণমূলের পক্ষ থেকে যেমন কোনো প্রশ্ন করা সম্ভব হবে না, ঠিক তেমনই স্বাচ্ছন্দে বাংলার ভোটার হিসেবে সমস্ত কাজ করতে পারবেন মুকুলবাবু এবং স্বপনবাবু বলে দাবি বিশেষজ্ঞদের। অর্থাৎ দিনের শেষে একটা জিনিস পরিষ্কার যে, বিরোধীদের চাপের মুখে পড়ে যাতে দিল্লির ভোটার হিসেবে আগামী বিধানসভা নির্বাচনের আগে তারা কোনো অস্বস্তিতে না পারেন, তার জন্য এবার বাংলার ভোটার তালিকায় নাম তুলে নিলেন এই দুই হেভিওয়েট বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -