এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের দিনে কেন মোদীর সভা? বারাসাতের কর্মসূচি থেকে বড় প্রশ্ন তুলে দিলেন মমতা!

নির্বাচনের দিনে কেন মোদীর সভা? বারাসাতের কর্মসূচি থেকে বড় প্রশ্ন তুলে দিলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল বনাম বিজেপির লড়াই কার্যত দেখার মত হয়ে দাঁড়িয়েছে। শাসক দলের পক্ষ থেকে প্রতি মুহূর্তে বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়তি সুযোগ পাওয়ার অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রে কখনও কখনও কমিশনের বিরুদ্ধে এমন সমস্ত অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

ইতিমধ্যেই বেশকিছু দফার নির্বাচন সম্পন্ন হয়েছে রাজ্যে। সামনেই আরও একটি দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তখন রাজ্যের অন্যত্র পরবর্তী দফার নির্বাচনের জন্য প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরই বারাসাতের সভা থেকে এই ব্যাপারে বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নির্বাচনের দিন কেন প্রধানমন্ত্রী সভা করবেন, তা নিয়ে আপত্তি পোষণ করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।

সূত্রের খবর, মঙ্গলবার রাত আটটায় বারাসাতের সভায় উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই ব্যাপারে বক্তব্য রাখতে দেখা যায় তাকে‌। তৃণমূল নেত্রী বলেন, “নির্বাচনের দিন কেন প্রধানমন্ত্রী সভা করবেন? দরকার হলে আমিও করব না। উনি ভুল পথে বাংলাকে পরিচালিত করছেন।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, নির্বাচন যখন চলছে, তখন অন্যত্র সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তাই এই গোটা বিষয়ে যে তার আপত্তি রয়েছে, তা তুলে ধরে যাতে এই ঘটনা না ঘটে, তার জন্য নিজের প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল নেত্রী এই ধরনের বক্তব্য রাখলেও, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে কিছুটা হলেও চাপে রয়েছেন। বাংলায় এসে নরেন্দ্র মোদী তার মুখোশ খুলে দিচ্ছেন। আর সেই কারণেই একটি দফার নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে, তখন অন্য দফার নির্বাচনের প্রচার করলেও, সেই প্রচারে আপত্তি তুলতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পর্যবেক্ষকদের দাবি, যে অঞ্চলগুলিতে নির্বাচন হয়, অনেক আগেই সেখানকার প্রচার বন্ধ করে দেওয়া হয়। এটাই নির্বাচনের নিয়ম।

কিন্তু এক জায়গায় নির্বাচন হলে অন্য জায়গাকার প্রচার কেন বন্ধ থাকবে! মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের যুক্তি কি সত্যিই গ্রহণযোগ্য! বিজেপির দাবি, আসলে নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এখন প্রধানমন্ত্রীর প্রচার প্রক্রিয়াকে আটকাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। সবমিলিয়ে তৃণমূল নেত্রীর এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!