এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > নির্বাচনের ফল প্রকাশের দিনেও বেলাগাম রাজ্যের করোনা পরিস্থিতি

নির্বাচনের ফল প্রকাশের দিনেও বেলাগাম রাজ্যের করোনা পরিস্থিতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ একেবারে আছড়ে পড়েছে দেশজুড়ে। একাধিক রাজ্যে উদ্বেগজনক করোনা সংক্রমণ, যার মধ্যে রয়েছে ভোট উৎসবে মেতে থাকা পশ্চিমবঙ্গও। গতকাল নির্বাচনের ফল প্রকাশের দিনেও রাজ্যে উদ্বেগজনক করোনা পরিস্থিতি বহাল। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হলেন সাড়ে ১৭ হাজারেরও বেশি মানুষ, অন্যদিকে মৃত্যু ঘটলো ৯০ জনেরও বেশি মানুষের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৩৫ জন, উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৪২ জন, যা সর্বাধিক। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৩ জন, হাওড়ায় করোনা আক্রান্ত ৯৯৮ জন। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে করোনা আক্রান্ত ৪৪২ জন, মালদহ জেলায় করোনা আক্রান্ত ৪৬৯ জন, জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্ত ৩৬৭ জন, কোচবিহার জেলায় করোনা আক্রান্ত ১৭৪ জন।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে সম্প্রতি আংশিক লকডাউন জারি করা হয়েছে। বিয়ে বাড়ি ও নানারকম অনুষ্ঠানে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত, বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বাজার খোলা থাকবে। তবে স্বাস্থ্যপরিসেবা, বিদ্যুৎ, টেলিকম, যানবাহন, মুদিখানা, মিষ্টির দোকান, মাংসের দোকান, দুধের দোকান সব সময় খোলা থাকবে। গতকাল ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন আর বিজয় মিছিল নয়, যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের জন্য কিছু করার নির্দেশ দিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!