এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী, নিজেই বেঁধে দিলেন বিজেপির আসন

নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী, নিজেই বেঁধে দিলেন বিজেপির আসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ছিল রাজ্যের সপ্তম দফার বিধানসভা নির্বাচন। গতকাল ভবানীপুরের এক ভোটকেন্দ্রে গিয়ে ভোটদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটদান করার পর নির্বাচনের ফলাফল নিয়ে বিশেষ আত্মবিশ্বাসী বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন তৃতীয়বারের জন্য আবার ক্ষমতায় আসতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল।

গতকাল তাঁর ভোটদান সম্পন্ন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে বিজেপি খুব বেশি হলে ৮০ টি আসন পাবে। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি আরও জানান, ২০১৯ সালে তাঁরা অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এবার আর তা করবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তার প্রমাণ তাঁর কাছে যথেষ্ট আছে। রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নির্বাচন কমিশনকে দায়ী করলেন তিনি। তিনি জানালেন, নির্বাচন কমিশন এখন বিজেপির মুখপাত্র হয়ে গেছে।

রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় বাহিনীকেও দায়ী করলেন তিনি। তিনি জানান, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের করোনা পরীক্ষা করানো হয়নি। ভোট হয়ে গেছে কিন্তু এরপরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া হয়েছে। অন্যদিকে, নন্দীগ্রামের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, নন্দীগ্রামে ১০ টি বুথে বিজেপি রিগিং করেছিল, তাই এই ১০ টি বুথে লিড পেতে পারে বিজেপি, এগুলিতে তৃণমূলের ফলাফল খারাপ হতে পারে। কিন্তু বাকি সমস্ত বুথে হারবে বিজেপি।

নন্দীগ্রামে তৃণমূল জয়লাভ করবে, জয়লাভ করবে বাংলাতেও। বিধানসভা নির্বাচনে জিতে আবার সরকার গঠন করবে তৃণমূল। নির্বাচনে জয়লাভের পর দলত্যাগী নেতাদের নিয়ে এক নতুন নীতি তৈরি করা হবে। দল ছেড়ে চলে যাওয়া গদ্দারদের আর দলে স্থান দেয়া হবে না। ফিরতে চাইলেও তাঁদের দলে নেয়া হবে না। এ বিষয়ে তিনি কড়া সিদ্ধান্ত নেবেন, কড়া নিয়ম করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!