এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > নির্বাচনের ঘোষণা হতেই গুলি, উত্তপ্ত মালদহ!

নির্বাচনের ঘোষণা হতেই গুলি, উত্তপ্ত মালদহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মালদহ জেলা পরিষদের সভাধিপতি সহ মোট 14 জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। যার ফলে মালদহ জেলাতে বিজেপির প্রভাব অনেকটাই বাড়তে শুরু করে। আর এবার এই দলবদলের ঘটনা ঘটার পরেই সেই মালদহে বিজেপি কর্মীদের লক্ষ্য করে চলল গুলি। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের মোথাবাড়ি এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের দেওর উদয় মন্ডল নিজের জমির দিকে যাচ্ছিলেন। আর সেই সময় তাকে লক্ষ্য করে বেশ কিছু দুষ্কৃতী গুলি ছোড়ে। যেখানে পায়ে গুলি লাগে উদয়বাবুর। আর তারপরেই তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। শুরু হয়েছে শাসক বনাম বিরোধী দুই দলের মধ্যে রাজনৈতিক তরজা।

 

বিজেপির অভিযোগ, এই ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করা হয়েছে। একাংশ বলেছেন, আসলে মালদহ জেলা পরিষদ বিজেপির দখলে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে পড়ে গিয়েছে। তাই নির্বাচনের মুখে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি যথেষ্ট উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করল গনি গড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!