এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের মরসুমে “ভেড়ার পাল” বলে আক্রমণ অনুব্রতর, কাদের উদ্দেশ্যে বললেন একথা! জেনে নিন

নির্বাচনের মরসুমে “ভেড়ার পাল” বলে আক্রমণ অনুব্রতর, কাদের উদ্দেশ্যে বললেন একথা! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দামামা বাজতেই তিনি নানা টনিক দিয়ে থাকেন। কখনও চরাম চরাম ঢাক আবার কখনও বা গুড় বাতাসার কথা বলে শোরগোল তুলতে দেখা যায় তাকে। এবারের নির্বাচনে লড়াইটা খুব একটা সহজ নয়। বিজেপির সঙ্গে তৃণমূলের যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বুঝতে পারছেন সকলেই। আর এই পরিস্থিতিতে প্রায় বিভিন্ন সভা থেকে বিজেপিকে কটাক্ষ করতে দেখা যাচ্ছে তৃণমূলের নানা স্তরের নেতাদের। আর এই পরিস্থিতিতে এবার বিরোধীদের “ভেড়ার পাল” বলে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের ইশতেহার প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তেহারে দশটি অঙ্গীকারকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। আর তৃণমূলের এই ইশতেহার প্রকাশ হতেই শুক্রবার থেকে তা জেলায় জেলায় প্রকাশিত হতে শুরু করেছে। এদিন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ইস্তেহার প্রকাশ করেন। আর তারপরেই বিরোধীদের “ভেড়ার পাল” বলে আক্রমণ করেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বীরভূম জেলা তৃণমূল সভাপতি বলেন, “এগারো সালে মমতা ব্যানার্জি ইস্তেহারে যা বলেছিল, একটা দেখিয়ে দিক যে, কাজ হয় নাই। 16 তে যা বলেছিল, একটা দেখিয়ে দিক, তার কাজ হয় নাই! তারপর বিরোধীদের কথা শুনব। ভেড়ার পালের মত চিৎকার করে যাবে, চোখ মুঝে দেবে, ওই কথা শুনতে রাজি নই।” স্বভাবতই নির্বাচনের মরসুমে বিরোধীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের এই ধরণের উক্তি যে এখন যথেষ্ট বিতর্ক তৈরি করবে রাজ্য রাজনীতিতে, তা বলার অপেক্ষা রাখে না।

পর্যবেক্ষকরা বলতে শুরু করেছেন, অনুব্রতবাবু শুধু নির্বাচনের আগে নয় বছরভর এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। এবারের নির্বাচনের আগেই খেলা হবে মন্তব্য করে কার্যত শোরগোল ফেলে দিয়েছেন তিনি। তবে বিরোধীদের পক্ষ থেকে সব থেকে বেশি অভিযোগ করা হচ্ছে সেই অনুব্রত মণ্ডলকে নিয়ে।

আর সেই বিরোধীদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে “ভেড়ার পাল” বলে আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। স্বাভাবিক ভাবেই বিরোধী রাজনৈতিক দলগুলো এবার এই হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে যে বেশি করে সোচ্চার হবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!