এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের মুখে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ মমতার! শোরগোল রাজ্যে!

নির্বাচনের মুখে রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ মমতার! শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বৈচিত্র্যপূর্ণ ঘটনা ঘটছে রাজ্যে। দিনকেদিন রাজ্যের তৃণমূল সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি আর এই পরিস্থিতিতে উন্নয়নের মধ্যে দিয়ে রাজ্যে প্রভূত মানুষের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস তবে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সভায় উপস্থিত হচ্ছেন সেই সভা থেকেই তার কাছে নানা দাবি-দাওয়া আসতে দেখা যাচ্ছে যার ফলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠছেন তিনি।

আর এবার নজরুল মঞ্চে দলের এসসি, এসটি সম্মেলনেও বেশ কিছু দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসায় রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। যেখানে গোটা পৃথিবীতে তাদের মত মানবদরদী সরকার দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৃহস্পতিবার নজরুল মঞ্চে তৃণমূলের তপশিলি জাতি এবং উপজাতিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর সেই সভায় বক্তব্য রাখতে ওঠার সাথে সাথেই বেশ কিছু দাবি সামনে আসতে থাকে। যা দেখে রীতিমত রনংদেহী হয়ে ওঠেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোটা পৃথিবীতে আমাদের মত একটা মানব দরদী সরকার দেখান তো। যদি এরকম আর একটা সরকার থাকে, আমি রাজনীতি ছেড়ে দেব।” পাশাপাশি তাঁর সরকারের আমলে কন্যাশ্রী থেকে শুরু করে সবুজসাথী সমস্ত প্রকল্প করে সব মানুষকে সহযোগিতা প্রদান করা হয়েছে বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তার এই দাবির মধ্যে দিয়ে স্পষ্ট যে, নির্বাচনের আগে তিনি কোনমতেই অভিযোগ শুনতে নারাজ। এক্ষেত্রে এতদিন তার সরকার ক্ষমতায় থাকার পর যেভাবে রাজ্যে উন্নয়ন করেছে, এখন কিছু কিছু লোক সেই উন্নয়নকে অপপ্রচারের দিকে নিয়ে যেতে চাইছে। আর তাই এদিনের সভা থেকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা গেল তৃণমূল নেত্রীকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কিছু দাবি আসতেই যেভাবে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন, তাতে রীতিমত কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, হয়ত বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার সত্যিই রাজনীতি ছেড়ে দিতে হবে। কেননা এবার আর তার সরকার ক্ষমতায় আসবে না।

তবে বিশ্লেষকরা বলছেন, তৃণমূল নেত্রী যেভাবে তার মত মানব দরদী সরকার আর একটাও নেই বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে বিরোধীদের বক্তব্যকে নিজের এই মন্তব্যের মধ্যে দিয়ে দমানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে লড়াইয়ের ময়দানে তিনি যে প্রধান হাতিয়ার হিসেবে তাঁর সরকারের উন্নয়নকেই ব্যবহার করবেন, তা একপ্রকার স্পষ্ট। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!