এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনের পূর্বে বাজারে এলো নির্বাচনী তথ্য সম্বলিত অভিনব অ্যাপ

নির্বাচনের পূর্বে বাজারে এলো নির্বাচনী তথ্য সম্বলিত অভিনব অ্যাপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে পশ্চিমবঙ্গ সহ বেশকিছু রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার সাধারণ মানুষের সুবিধার্থে নির্বাচন সংক্রান্ত বহু শিক্ষামূলক তথ্যাবলী নিয়ে হাজির হলো এক নতুন অ্যাপ। ডেমোক্রেটিকা নামে একটি বেসরকারি সংস্থার সৌজন্যে প্রকাশ করা হল বল সুবল নামে একটি মোবাইল অ্যাপ। যার মধ্যে পাওয়া যাবে নির্বাচন বিষয়ে বহু তথ্য ও পরিসংখ্যানের সম্ভার।

ডেমোক্রেটিকা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বল সুবল অ্যাপটিতে পাওয়া যাবে বিগত ৬০ বছর ধরে বিভিন্ন আর্থিক ও রাজনৈতিক তথ্যাবলী। নানা বিষয়ে পরিসংখ্যানও মিলবে এখানে। এ প্রসঙ্গে ডেমোক্রেটিকা সংস্থার ডিরেক্টর সেশাগিরি অ্যানেগন্দি জানালেন যে, এখনো পর্যন্ত যে সব সংস্থা এই ধরনের তথ্য সরবরাহের কাজ করে থাকে, তারা সকলেই সোশ্যাল নেটওয়ার্কিং এর উপরে নির্ভরশীল। ডেমোক্রেটিকাই প্রথম এ বিষয়ে অ্যাপ্লিকেশন সামনে এনেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বল সুবল অ্যাপের মাধ্যমে ভোটদাতারা যেমন নির্বাচন বিষয়ে বহু তথ্য জানতে পারবেন, তেমনি নির্বাচন বিষয়ক কুইজ গেম খেলার ব্যবস্থাও এখানে আছে। এই অ্যাপটি ইনস্টল করতে কোনো অর্থ খরচ করতে হবে না। তবে এই অ্যাপের কিছু আনুষঙ্গিক ফিচার রয়েছে, এগুলো ব্যবহার করতে গেলে সামান্য অর্থ খরচের প্রয়োজন হবে। ডেমোক্রেটিকা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অ্যাপের মাধ্যমে উপকৃত হবেন দেশের সাধারণ মানুষেরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!